Advertisement
Advertisement
PM Modi

‘শুধু মন্দির নয়, হাসপাতালও বানাচ্ছি’, উত্তরপ্রদেশে কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনে কোন বার্তা মোদির

কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতার আমন্ত্রণে কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির।

Modi lays foundation stone of Kalki Dham Temple in UP | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 19, 2024 12:57 pm
  • Updated:February 19, 2024 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যা, আবু ধাবির পরে সম্ভাল। সোমবার উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় কল্কি ধাম হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৈদিক আচার অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং শ্রী কল্কিধাম নির্মাণ ট্রাস্টের চেয়ারম্যান আচার্য প্রমোদ কৃষ্ণম। যে আচার্য প্রমোদ কৃষ্ণমকে কদিন আগে দলবিরোধী মন্তব্যের জেরে ছয় বছরের জন্য বহিষ্কার করেছিল কংগ্রেস। কার্যত কল্কি ধামের অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা ও আধ্যাত্মিক গুরু। অন্যদিকে সম্ভাল থেকে মোদির বার্তা, “শুধু মন্দির নয়, হাসপাতালও বানাচ্ছি আমরা।” 

উল্লেখ্য, গেরুয়া শিবিরের ভঙ্গিতেই ‘রামরাজ্যে’র দাবি করেছিলেন আচার্য প্রমোদ কৃষ্ণম। রামমন্দির নিয়ে প্রকাশ্যে বিজেপিকে সমর্থনও করেছিলেন তিনি। সম্প্রতি দিল্লি গিয়ে মোদির সঙ্গে দেখাও করেন। এর পরেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। যার পর প্রমোদ কৃষ্ণমের মন্তব্য ছিল, ‘রাম এবং রাষ্ট্র। কোনও আপস করব না।’ এছাড়াও মোদির প্রশংসায় পঞ্চমুখ হন আধ্যাত্মিক গুরু। বলেন, “আমি নরেন্দ্র মোদিজির সঙ্গে এবং মোদিজি দেশের সঙ্গে আছেন।”

Advertisement

 

[আরও পড়ুন: ষষ্ঠবার ইডি তলবে ‘না’ কেজরির, ‘বেআইনি সমনে কোর্টের রায়ের অপেক্ষা করুন’, তোপ আপের]

মনে করা হচ্ছে, প্রাক্তন কংগ্রেস নেতার আমন্ত্রণেই সম্ভাল জেলার কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মোদি। আচার শেষে সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “আচার্য ও সাধুদের উপস্থিতিতে বিশাল কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সৌভাগ্য হয়েছে আমার। আমি নিশ্চিত যে কল্কি ধাম ভারতীয়দের বিশ্বাসের আরেকটি মহান কেন্দ্র হয়ে উঠবে।” পাশাপাশি মোদি বলেন, “শুধু মন্দির নয়, হাসপাতালও বানাচ্ছি আমরা।” রামমন্দির উদ্বোধনের পরেও একই ধরনের বার্তা দিয়েছিলেন। জনতা জনার্দনকে শুনিয়েছিলেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী জনতার কথা। অযোধ্যার পাশাপাশি ইসরোর সাফল্যের কথা বলেছিলেন। ফের মোদির মুখে ধর্মের পাশাপাশি কর্মের কথা শোনা গেল। অনুষ্ঠান শেষে আচার্য প্রমোদ কৃষ্ণমের মন্তব্য, “আমাদের জন্য এটা গর্বের যে কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” বহিষ্কৃত কংগ্রেস নেতা আরও বলেন, মোদির উপরে “ঐশ্বরিক শক্তির আশীর্বাদ” রয়েছে।

 

[আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ড: সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের, সংসদীয় কমিটির নোটিসে স্থগিতাদেশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement