Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

আপ নেতাদের জেলে ভরতে ‘অপারেশন ঝাড়ু’ মোদির, বিজেপি অফিসে প্রতিবাদে তোপ কেজরির

বিজেপি সদর দপ্তরের সামনে প্রতিবাদে গ্রেপ্তার বেশ কয়েক জন আপ কর্মী।

Modi launched 'Operation Jhaadu' to jail AAP leaders charge by Arvind Kejriwal
Published by: Kishore Ghosh
  • Posted:May 19, 2024 6:10 pm
  • Updated:May 20, 2024 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চ্যালেঞ্জ ছোড়েন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামিকাল আপ নেতা-কর্মীদের নিয়ে বিজেপির সদর দপ্তরে যাব। যাকে পারবেন গ্রেপ্তার করবেন। পারলে সমস্ত নেতাকে গ্রেপ্তার করুন।’ এর পর রবিবার রাজাধানীতে উত্তেজনার সম্ভাবনা ছিল। কথা মতো এদিন বেলার দিকে বিজেপি সদর দপ্তরে পৌঁছান কেজরি এবং আপ নেতাকর্মীরা। যদিও পুলিশ তৎপরতায় অশান্তি ছড়ায়নি। তবে দলীয় দপ্তরে ফিরে গরম গরম ভাষণ দেন দিল্লির মুখ্যমন্ত্রী। বলেন, “আপকে ঠেকাতে ‘অপারেশন ঝাড়ু’ চালাচ্ছে বিজেপি। উদ্দেশ্য হল যেভাবেই হোক আপ নেতাকর্মীদের জেলে ভরা।”

এদিন সব মিলিয়ে বিজেপির সদর দপ্তরের সামনে মিনিট ত্রিশেক ছিল আপের প্রতিবাদ কর্মসূচি। শুরুতে বেশ কিছু আপ কর্মী বিক্ষোভ দেখেন। কিছু আপ নেতা ও কর্মী পুলিশি ব্যারেকড সত্বেও বিজেপি অফিসের দিকে এগোতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কয়েক জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিজেপি অফিসের সামনে পৌঁছান কেজরি-সহ বেশ কিছু প্রথম সারির আপ নেতা। তারা প্রশাসনের দেওয়া ব্যারিকেডের সামনে বসে পড়েন। সেখানে কিছুক্ষণ থাকার পর আপ সদর দপ্তরে রওনা দেন সকলে।

Advertisement

 

[আরও পড়ুন: মর্মান্তিক! রোগ সারাতে ৫ দিনের শিশুকে রোদে রাখার পরামর্শ ডাক্তারের, বেঘোরে গেল প্রাণ]

দলীয় দপ্তরে পৌঁছে কেজরিওয়াল বলেন, “বিজেপি এবং পিএম মোদি অপারেশন ঝাড়ু শুরু করেছে। যাতে করে আমাদের দল আরও বড় না হয়ে ওঠে, যাতে করে ওরা চ্যালেঞ্জের মুখে না পড়ে। অপরেশন ঝাড়ুর ব্যবহারে আপের শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তার করা হবে। আগামী দিন একে একে তাঁদের গ্রেপ্তার করার ছক কষা হয়েছে। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।” কেজরি দাবি করেন, “ইতিমধ্যে ইডির আইনজীবীরা আদালতকে অবগত করেছেন যে নির্বাচনের পর আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হবে। তারা আরও জানিয়েছেন, এখন অ্যাকাউন্ট বন্ধ করলে নির্বাচনে সমবেদনা পাবে আপ। তাই ভোটের পর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আপের অফিস খালি করে আমাদের রাস্তায় আনা হবে।” কেজরির দাবি, গ্রেপ্তার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা এবং দলীয় দপ্তর বন্ধ করা, আপের বিরুদ্ধে এই তিন পরিকল্পনা নিয়েছে বিজেপি।

 

[আরও পড়ুন: বড় পরিবার, সদস্য সংখ্যা কমাতে ২ সৎ বোনকে ‘খুন’ নাবালিকা দিদির!]

উল্লেখ্য, স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বৈভব কুমারকে গ্রেপ্তারির পরে গেরুয়া শিবিরের সঙ্গে আপের সংঘাত চরে উঠেছে। শনিবার এক্স হ্যান্ডেল একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর নাম তুলে হুঁশিয়ারি দেন কেজরি। বলেন, ‘পিএম মোদিজি, আপনি জেলের খেলা খেলছেন। একে একে মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরেছেন। আগামিকাল দুপুর বারোটা নাগাদ দলীয় বিধায়ক ও সাংসদদের নিয়ে বিজপির সদর দপ্তর আসছি। যাকে পারবেন জেলে ভরবেন। এমনকী একসঙ্গে সবাইকে জেলবন্দি করতে পারেন।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement