সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি। কটকবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর নবম সন্তানের জন্ম হয়। সেই সন্তান, যাঁর অনুপ্রেরণায় ভারতবর্ষ পেয়েছিল ‘জয় হিন্দ’ মন্ত্র। বুঝিয়েছিলেন রক্তের মূল্যে স্বাধীনতার অর্থ। জন্মদিনে দেশের সেই বীর সন্তানকে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা।
[ভারত হিন্দু রাষ্ট্রই, ফের সরব মোহন ভাগবত]
নেতাজিকে স্বাধীনতা সংগ্রামের মহানতম সেনানায়ক অভিহিত করেছেন রাষ্ট্রপতি কোবিন্দ। তাঁর মতে সুভাষচন্দ্র বসুই দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক।
नेताजी सुभाष चंद्र बोस की जयन्ती पर उन्हें मेरा नमन। वे हमारे सबसे लोकप्रिय राष्ट्रनायकों और स्वतंत्रता संग्राम के महानतम सेनानियों में से हैं — राष्ट्रपति कोविन्द
— President of India (@rashtrapatibhvn) January 23, 2018
নেতাজির বীরত্বের কাহিনি প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের এই বীর সন্তানের জন্মদিনে একটি ভিডিও নিজের টুইটার পেজে তুলে ধরেছেন তিনি।
The valour of Netaji Subhas Chandra Bose makes every Indian proud. We bow to this great personality on his Jayanti. pic.twitter.com/Qrao1dnmQZ
— Narendra Modi (@narendramodi) January 23, 2018
[কারগিলে লড়েছিলেন বন্দুক হাতে, এবার পাক হ্যাকারদের ত্রাস সেনা অফিসার]
তেরঙ্গার আবহে নেতাজির ছবি আপলোড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাপশনে দিয়েছেন জয় হিন্দ স্লোগান।
Remembering Netaji Subhas Chandra Bose on his birth anniversary. Jai Hind pic.twitter.com/LxvrSZIjDd
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2018
দেশ নায়কের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ও অমিত শাহরাও। প্রত্যেকেই দেশের বীর সেনানীকে স্মরণ করেছেন তাঁরই গর্বের গাথার মাধ্যমে। নিজের শিল্পের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক।
I bow to the legendary Netaji Subhash Chandra Bose on his birth anniversary. Netaji’s patriotism, courage and bravery were exceptional. His charismatic leadership had inspired millions of youth to participate in India’s Independence struggle. pic.twitter.com/891MUx3BH6
— Amit Shah (@AmitShah) January 23, 2018
On his birth anniversary, I pay my tributes to Netaji Subhash Chandra Bose, a national icon and charismatic leader, who gave ‘ Jai Hind’ slogan. pic.twitter.com/09ls3xi5Su
— VicePresidentOfIndia (@VPSecretariat) January 23, 2018
Tribute to the great freedom fighter #NetajiSubashChandraBose on his birth anniversary. Students of our SandArt institute created this SandArt with message "Salute to our true Hero " pic.twitter.com/f5FpUjeFki
— Sudarsan Pattnaik (@sudarsansand) January 23, 2018
[রাতের মেট্রোয় হঠাৎ জঙ্গি হামলা, নামল এনএসজি কমান্ডো]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.