সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি উপলক্ষে কেদারনাথ গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতীয় জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তাঁদের মিষ্টিমুখও করান।
কেদারনাথ পৌঁছে তিনি কেদারপুরীর পুনর্গঠিত প্রজেক্টটি ঘুরে দেখেন। কেদারনাথের উপরে প্রায় ৪০০ মিটার গুহা নতুন করে তৈরি হয়েছে। দূর থেকেই গুহাগুলি দেখেন তিনি। জানিয়েছেন রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ গিলদিয়াল। এরপর তিনি যান হর্ষিল সীমান্তে। সেখানে ভারত-চিন সীমান্তে যে সব জওয়ানরা মোতায়েন রয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করেন। দীপাবলি উপলক্ষে তাঁদের মিষ্টিমুখ করান। জওয়ানদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি।
[ এবার ফৈজাবাদেরও নাম বদলে দিলেন যোগী ]
প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানানো হয়েছে, তিনি সেখানে জওয়ানদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের সাহসেরও প্রশংসা করেছেন। বলেছেন, দেশের নিরাপত্তার জন্য জওয়ানরা বরফের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে দিনের পর দিন রয়েছেন। সমগ্র দেশ তাঁদের জন্য গর্বিত। তাঁদের জন্যই আজ ১২৫ কোটি ভারতীয় নিরাপদ রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীপাবলি আলোর উৎসব। এই আলো যা কিছু ভাল, তা বিশ্বময় ছড়িয়ে দেয়। ভয়কে দূর করে। ভারতীয় জওয়ানরাও সেভাবে নিরাপত্তা ও নির্ভয়তা ছড়িয়ে দিচ্ছে ভারতবাসীর মধ্যে। দীপাবলী উপলক্ষে দেশবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন,
दीपावली की सभी देशवासियों को हार्दिक बधाई। मेरी कामना है कि प्रकाश का यह पावन पर्व सबके जीवन में सुख, शांति एवं समृद्धि लेकर लाए।
Happy Diwali! May this festival bring happiness, good health and prosperity in everyone’s lives. May the power of good and brightness always prevail!
— Narendra Modi (@narendramodi) November 7, 2018
[ ছত্তিশগড়ে ৬২ মাওবাদীর আত্মসমর্পণ, সরলেন শীর্ষ নেতা গণপতি ]
ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুও।
On behalf of the people of Israel, I would like to wish my dear friend @narendramodi and the people of India a joyous Diwali. May this luminous festival of lights bring you happiness and prosperity. Reply to this tweet with the name of the city where you’re celebrating! 🇮🇱🇮🇳
— Benjamin Netanyahu (@netanyahu) November 6, 2018
>
Celebrated Diwali with our valorous Army and @ITBP_official personnel at Harsil in Uttarakhand.
India is immensely proud of all those who protect our nation, with utmost dedication and courage.
We salute them! pic.twitter.com/siW4Yz2UUd
— Narendra Modi (@narendramodi) November 7, 2018
While interacting with Army and @ITBP_official Jawans in Harsil, spoke about the numerous steps being taken by the Government of India for the strengthening of the defence sector, welfare of ex-servicemen and highlighted how Indian forces are admired globally for the skills. pic.twitter.com/DFAuJfrQwy
— Narendra Modi (@narendramodi) November 7, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.