সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর মানবিক মুখের সাক্ষী রইল গোটা দেশ। এক একরত্তির জীবন বাঁচাতে বড় পদক্ষেপ করলেন তিনি। বিদেশ থেকে মহামূল্য ওযুধ আনতে জিএসটি বাবদ ৬ কোটি টাকা ছাড় দিল কেন্দ্র। কেন্দ্রের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন বিরোধীরাও।
মুম্বইয়ের আন্ধেরির বাসিন্দা তিরা কামাতের বয়স মাত্র ৫ মাস। এর মধ্যে বিরল রোগে আক্রান্ত সে। জন্মের ২ সপ্তাহ পর থেকেই দুধ খাওয়ার সময় কাঁদত সে। যা দেখে অবাক হয়েছিলেন চিকিৎসকরা। শারীরিক পরীক্ষানিরীক্ষা করে তাঁরা বুঝতে পারেন, তিরা Spinal Muscular Atrophy (SMA)-তে আক্রান্ত। রোগটি জেনেটিক। তার শরীরে প্রোটিন তৈরি হবে না। নার্ভ ও পেশির বৃদ্ধি হবে মন্থর গতিতে। এই রোগের চিকিৎসার ওষুধ মেলে একমাত্র আমেরিকায়।
কিন্তু সেই ওষুধ দুর্মূল্য। ভারতীয় অর্থে ওষুধটির দাম প্রায় ১৬ কোটি টাকা। এ দেশে আনতে জিএসটি দিতে হবে আরও ৬ কোটি টাকা। গত বছর অক্টোবর মাসে তিরার বাবা-মা বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁরা সকলের কাছে অনুদান চান। সবমিলিয়ে ১৬ কোটি টাকা উঠেছিল। কিন্তু জিএসটি-র ৬ কোটি টাকা জোগাড় করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দ্বারস্থ হন তাঁরা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস চিঠি দেন মোদি ও সীতারমণকে। তার জবাবে কর মকুবের কথা জানান প্রধানমন্ত্রী। চিঠিতে মোদি জানিয়ে দেন আমদানিকৃত জীবন-রক্ষাকারী ওষুধের শুল্ক ছাড় দেওয়া হবে তিরার জন্য। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশের আমজনতা থেকে বিরোধী দলগুলিও। তাঁকে ধন্য ধন্য করছে আমজনতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.