সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএ জমানার ১০ বছরের থেকে অনেক বেশি চাকরি হয়েছে মোদি জমানায়। এমনটাই দাবি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের। রীতিমতো পরিসংখ্যান প্রকাশ করে তিনি দাবি করলেন, “UPA-র দু’পর্বে যেখানে ছ’লক্ষ সরকারি চাকরি হয়েছিল সেখানে তাঁদের সময়ে গত ন’বছরে ৯ লক্ষ চাকরি সৃষ্টি হয়েছে।”
সদ্যই এক সর্বভারতীয় সংবাদমাধ্যম বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, গত ১০ বছরে কেন্দ্রীয় সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে (CPSC) একদিকে যেমন কর্মসংস্থান কমেছে, তেমনই চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা অত্যধিক মাত্রায় বেড়ে গিয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, মোট কর্মসংস্থান ২.৭ লক্ষের বেশি হ্রাস ছাড়াও, কর্মসংস্থানের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ২০১৩-র মার্চে মোট ১.৭ লক্ষ কর্মচারীর মধ্যে ১৭ শতাংশ চুক্তিতে ছিলেন এবং ২.৫ শতাংশ অস্থায়ী বা দৈনিক মজুরির হিসাবে নিযুক্ত ছিলেন। ২০২২ সালে চুক্তি কর্মীদের অংশ বেড়ে ৩৬ শতাংশ হয়েছে যেখানে অস্থায়ী ও দিনমজুর শ্রমিকদের অংশ বেড়েছে ৬.৬ শতাংশ। সামগ্রিকভাবে, ২০২২ সালের মার্চ পর্যন্ত সিপিএসই-তে নিযুক্তদের মধ্যে ৪২.৫ শতাংশ চুক্তি বা নৈমিত্তিক কর্মীদের বিভাগে পড়েছিল, যেখানে ২০১৩ সালের মার্চ মাসে এর হার ছিল ১৯ শতাংশ।
ওই রিপোর্টকে হাতিয়ার করে মোদি সরকারকে কাঠগড়ায় তোলা শুরু করেছিল কংগ্রেস। রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) সকলেই কেন্দ্রকে আক্রমণ করেন। যার জবাব সোমবার দিলেন কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর দাবি, “ইউপিএ (UPA) জমানার ১০ বছরের থেকে অনেক বেশি চাকরি হয়েছে মোদি জমানায়।” তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, উপিএ-র দু’পর্বে যেখানে ছ’লক্ষ সরকারি চাকরি হয়েছিল সেখানে তাঁদের সময়ে গত ন’বছরে ৯ লক্ষ চাকরি সৃষ্টি হয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে ২০১৪ সালে ক্ষমতায় আসার সময়ই বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। অথচ সেই মোদি সরকারই বছরে ১ লক্ষ চাকরি দেওয়াকে সাফল্য হিসাবে প্রচার করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.