ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরের উপর খলিস্তান সমর্থকদের হামলার বিষয়ে শুক্রবার গভীর উদ্বেগ ব্যক্ত করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ”বিদেশমন্ত্রকের সফরকালে যেভাবে নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘিত হয়েছে তাতে আমরা চিন্তিত। আরও ব্যাপার হচ্ছে, নিরাপত্তার এমন গা ঢিলেমির জন্য তো এ ধরনের সংগঠন যেন এক রকমের লাইসেন্স পেয়ে যাচ্ছে। ব্রিটেনের বিদেশমন্ত্রকের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তা আমরা শুনেছি। তবে এই অপরাধীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেদিকে আমরা লক্ষ্য রাখছি।’’
এদিকে, ব্রিটেনের সংসদেও এই প্রসঙ্গ তুললেন বিরোধী কনজারভেটিভ পার্টির সদস্য বব ব্ল্যাকম্যান। খলিস্তানি সমর্থকদের হামলার চেষ্টার কড়া নিন্দা জানান তিনি। বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে বৈঠক সেরে বেরোনোর পরই এস জয়শংকরের গাড়ি টার্গেট করে হামলার চেষ্টা চালায় খলিস্তানি জঙ্গিরা। হাউসের বাইরেও খলিস্তানি স্লোগান দেওয়া হয়। এই নিয়ে সংসদে কড়া সমালোচনা করেন বিরোধী দলের সদস্য ব্ল্যাকম্যান। গোটা ঘটনাকে গণতন্ত্রের অবমাননা বলে উল্লেখ করেন তিনি। বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষে সওয়াল করেন তিনি।
এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিব ইভেট কুপারকে সংসদে ভাষণ দেওয়ারও দাবি ব্ল্যাকম্যানের। ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরকে নিরাপত্তা দিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করেন ব্ল্যাকম্যান। এই খলিস্তানি কার্যকলাপ কাম্য নয় বলে জানান তিনি। বাইরে থেকে আসা অতিথিদের সঙ্গে এহেন কার্যকলাপের তীব্র নিন্দা করেন ব্ল্যাকম্যান। ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ ও ডেভলপমেন্ট অফিস (এফসিডিও) ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এ ধরনের ভীতি প্রদর্শন বা হুমকির চেষ্টা একেবারেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্টতই জানায় তারা। জয়শংকরের উপর হামলার চেষ্টা কাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রকও। এ ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে ব্রিটেনে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা আধিকারিক ক্রিস্টিনা স্কটকে তলবও করেছে বিদেশ মন্ত্রক। ব্রিটেনের সরকারকে কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বানও জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। যদিও লন্ডন মেট্রোপলিটন পুলিশের দাবি, ঘটনা ঘটামাত্রই অভিযুক্তকে ধরে ফেলে তৎক্ষণাৎ সরিয়ে দেয় তারা। যদিও কোনও গ্রেপ্তারি হয়নি বলেই জানায় পুলিশ।
প্রসঙ্গত, ব্রিটিশ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। কূটনৈতিক ও দ্বিপাক্ষিক বৈঠক সারবেন তিনি। আয়ারল্যান্ডের বিদেশমন্ত্রী সিমেন হ্যারিসের সঙ্গে ডাবলিনে বৈঠকের কথা রয়েছে জয়শংকরের। ৪ মার্চ ব্রিটেনে আসেন জয়শংকর। ৯ মার্চ রবিবার পর্যন্ত সফরসূচি রয়েছে তাঁর। ভারতের সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেই বিদেশমন্ত্রীর এই সফর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.