Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর সফরের আগে মোদি বিরোধী পোস্টারে ছয়লাপ অন্ধ্রপ্রদেশ

টুইটারে ট্রেন্ডিং 'GoBackModi’ হ্যাশট্যাগ।

‘Modi go back’ posters crop up in AP
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 10, 2019 11:44 am
  • Updated:February 10, 2019 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মুখে কি জনপ্রিয়তা কমছে মোদির? এই প্রশ্ন উসকে উঠছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রধানমন্ত্রীর সফরের আগে ‘মোদি গো ব্যাক’ লেখা পোস্টার, ব্যানারে ছয়লাপ অন্ধ্রপ্রদেশ। সেইসব পোস্টার ও ব্যানারের ছবি আবার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার সকালে টুইটারে ট্রেন্ডিং তালিকায় উপরের দিকেই জায়গা করে নিয়েছে ‘GOBackModi’ হ্যাশট্যাগ।

[ প্রদেশের সিদ্ধান্তেই সিলমোহর রাহুলের, বামেদের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখল কংগ্রেস]

Advertisement

অসমের পর অন্ধপ্রদেশ।মোদির সফর নিয়ে ফের বিড়ম্বনায় পড়তে হল পদ্মশিবিরকে। লোকসভা ভোটের প্রচারে রবিবারই দক্ষিণ ভারতের এই রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুন্টুর শহরে জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই মোদির সফরের বিরোধিতায় পোস্টার-ব্যানারে ছেয়ে গিয়েছে শহরের রাজপথ। ‘মোদি গো ব্যাক’ লেখা পোস্টার পড়েছে প্রায় প্রতিটি রাস্তার মোড়ে। কোনও পোস্টার দেখা যাচ্ছে, জনতার ভিড় দেখে মুখ লুকিয়ে পালাচ্ছেন প্রধানমন্ত্রী। তো কোথাও আবার মোদির ব্যাঙ্গচিত্রে লেখা ‘Modi never again’। যার বাংলা তর্জমা, মোদি আর নয়। শুধু পোস্টার কিংবা ব্যানারই নয়, টুইটারেও ‘GOBackModi’ হ্যাশট্যাগ ব্যবহার করে চলছে মোদি বিরোধী প্রচার। বস্তুত, রবিবার সকাল থেকে ট্রেন্ডিং তালিকায় উপরের দিকে উঠে এসেছে ওই হ্যাশট্যাগটি। গতবার লোকসভা ভোটের সময়ে এনডিএ-র জোটশরিক ছিল অন্ধপ্রদেশের শাসকদল তেলুগু দিশম পার্টি বা টিডিপি। গত বছরের মার্চে এনডিএ ছাড়েন টিডিপি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। লোকসভা ভোটের মুখে এখন মোদি বিরোধী জোটের অন্যতম নেতা তিনি। শোনা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে মোদির সফরের বিরোধিতায় দলীয় কর্মীদের  কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ঠিক করে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু।

দিন কয়েক আগে অসমে সফরের সময়ে গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কালো পতাকা দেখিয়েছিলেন অল অসম স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা। নাগরিকত্ব বিলের প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে অসম-সহ গোটা উত্তর-পূর্ব ভারতেই। আর সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছে অসম স্টুডেন্টস ইউনিয়ন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement