Advertisement
Advertisement

Breaking News

PM Modi

দলীয় তহবিলে ২০০০ টাকা দান ‘ফকির’ মোদির, দেশ গঠনে মুক্তহস্ত হওয়ার অনুরোধ সর্বসাধারণকে

লোকসভা ভোটের আগে নমো অ্যাপের মাধ্যমে বিজেপির তহবিলে দানের অনুরোধ। ১ হাজার টাকা দান করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

PM Modi donates Rupees 2,000 to BJP fund and urges all to contribute
Published by: Kishore Ghosh
  • Posted:March 3, 2024 6:45 pm
  • Updated:March 3, 2024 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে রবিবার দলীয় তহবিলে ব্যক্তিগত ভাবে ২ হাজার টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এইসঙ্গে বিজেপির (BJP) নেতা-কর্মী-সহ সর্বসাধারণকে দেশ গঠনে দলের তহবিলে মুক্তহস্তে অর্থ দান করতে অনুরোধ করলেন। টুইট করে দলের তহবিলে অর্থ দানে উৎসাহ দেন মোদি।

এক্স হ্যান্ডেলে মোদি দাবি করেন, এই অনুদান দেশ গঠনের কাজে আসবে। নমো অ্যাপের মাধ্যমে দেশবাসীকে দলীয় তহবিলে অর্থ দান করতে বলেন প্রধানমন্ত্রী। লেখেন, “আমি @BJP4India-তে অবদান রাখতে পেরে এবং বিকশিত ভারত গড়ায় আমাদের প্রচেষ্টাকে জোরদার করতে পেরে আনন্দিত। আমি সকলের কাছে অনুরোধ করছি, নমো অ্যাপের মাধ্যমে দেশগঠনে অনুদানের অংশ হন।”

Advertisement

 

[আরও পড়ুন: আমেঠি-রায়বরেলিতে চাই গান্ধীদেরই, কংগ্রেসের উপর চাপ বাড়াচ্ছে জোটসঙ্গীরা]

লোকসভা নির্বাচনের আগেভাগে ১ মার্চ অনুদান কর্মসূচি শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি দলের তহবিলে ১ হাজার টাকা দান করেন। যার পর এক্স হ্যান্ডেলে নাড্ডা লেখেন, পিএম মোদির বিকশিত ভারতের স্বপ্নপূরণে আমি বিজেপির তহবিলে দান করেছি। চলুন, সকলে মিলে আমরা নমো অ্যাপের মাধ্যমে দেশ গঠনে দান করি।

 

[আরও পড়ুন: ‘দরজা এখনও খোলা’, শেষবেলায় তৃণমূলকে জোটে টানার মরিয়া চেষ্টা কংগ্রেসের]

একদিকে যখন মোদি-নাড্ডারা দেশের নামে দলের তহবিলে মুক্তহস্ত দানে উৎসাহ দিচ্ছেন, তখন অন্যদিকে দেশের সবচেয়ে ধনী দল বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত আর্থিক বছরের তুলনায় ১৭ শতাংশ আয় বেড়েছে গেরুয়া শিবিরের। ২০২২-২৩-এ বিজেপির দলীয় তহবিলে পড়েছে ৭১৯ কোটি টাকা। ২০২১-২২-এ যা ছিল ৬১৪ কোটি টাকা। উল্লেখ্য, নির্বাচনী বন্ড নিষিদ্ধ হওয়ার পরেই অনুদান কর্মসূচি শুরু করেছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement