Advertisement
Advertisement
PM Modi

প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার বেচে দেশসেবায় ১৫০ কোটি ‘দান’ মোদির

অতীতের রাষ্ট্রপ্রধানরাও সরকারি ব্যবস্থা অনুযায়ী একই কাজ করেছেন।

Modi claimed that 150 crores have been served for country by selling PM gifts
Published by: Kishore Ghosh
  • Posted:March 7, 2024 12:03 pm
  • Updated:March 7, 2024 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগে দল বিজেপির তহবিলে ২০০০ টাকা দান করেছিলেন। এইসঙ্গে দলীয় নেতা-কর্মী-সহ সর্বসাধারণকে ‘পার্টি ফান্ডে’ সাধ্য মতো অর্থ দান করতে উৎসাহ দিয়েছিলেন। এবার দেশের সেবায় দেড়শো কোটি টাকা ‘দান’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)! আদতে প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া দেশ-বিদেশের উপহার সামগ্রী নিলামে বিক্রি করে দেড়শো কোটি টাকা উঠেছে। ওই অর্থ গঙ্গা শোধন প্রকল্পে ব্যয় করা হবে, জানিয়েছে ভারত সরকার। লোকসভা ভোটের প্রচারমঞ্চে সেই ঘটনাকে বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার করলেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে উপহার পাওয়া সামগ্রী বিক্রি করে যে ১৫০ কোটি আয় হয়েছে, সেই টাকা যে কেন্দ্রের গঙ্গা শোধন প্রকল্পে ব্যয় করা হবে, সে কথা নিজেই সম্প্রতি জানিয়েছেন মোদি। তেলেঙ্গানা সফরে রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রধানমন্ত্রীকে সোলার তৈরি একটি দামি উপহার দিয়েছেন। পরে বিজেপির সভায় উপহারের প্রসঙ্গ টেনে মোদি তাঁর উদারতা ও দানের অভ্যাসের কথা তুলে ধরেন। তিনি জানান, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন উপহার নিলাম করে পাওয়া অর্থ গরিব ছাত্রদের পড়াশুনোর খরচে ব্যয় করতেন। এবার গঙ্গা শোধন প্রকল্পে দান করেছেন।

Advertisement

 

[আরও পড়ুন: সঠিক বিচার হয়নি ভুট্টোর, ফাঁসির ৪৫ বছর পর ‘ভুল স্বীকার’ পাক সুপ্রিম কোর্টের!]

যদিও মোদি প্রথম নন, ভারতের অতীতের রাষ্ট্রপ্রধানরাও একই কাজ করেছেন। কারণ এটাই দেশের প্রচলিত ব্যবস্থা। প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা সরকারি অনুষ্ঠান বা রাষ্ট্রীয় সফরে গিয়ে যে উপহার সামগ্রী পান, সেগুলি সরকারের তোষাখানায় জমা করে দেওয়াই নিয়ম। বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ‘মোদির পরিবার’ সংক্রান্ত কটাক্ষের জবাবে প্রচলিত সেই ব্যবস্থাকেই হাতিয়ার করলেন মোদি।

কদিন আগে বর্ষীয়ান আরজেডি নেতা মোদিকে নিশানা করে বলেছিলেন, ‘আপনি কথায় কথায় বিরোধী নেতাদের পরিবারতন্ত্র নিযে গালমন্দ করেন। রাজনৈতিক পরিবারের ছেলেমেয়েদের রাজনীতিতে আসা কি অন্যায়? আপনার সন্তান না থাকলে আমরা কী করব।’ ওই ভাষণেই ‘মোদি হিন্দু নয়’ বলেও দাবি করেছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পালটা প্রধানমন্ত্রী জবাব ছিল, দেশের ১৪০ কোটি নাগরিক তাঁর পরিবারের সদস্য। সেই সঙ্গে দেশসেবার উদাহরণ হিসেবে সরকারি তোষাখানায় জমা হওয়া উপহার সামগ্রী বিক্রি করে অর্জিত অর্থ দানের বিষয়টিও তুলে ধরেন।

 

[আরও পড়ুন: জন্মদাতার নয়, সৎ বাবার নাম বার্থ সার্টিফিকেটে, বেনজির রায় কলকাতা হাই কোর্টের]

উল্লেখ্য, তোষাখানা দুর্নীতির মামলাতেই বর্তমানে জেল খাটছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক তদন্তকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় সফরে গিয়ে পাওয়া উপহার সামগ্রী তোষাখানায় জমা না করে নিলামে বিক্রি করে বিপুল অর্থ রোজগার করেছেন ইমরান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement