Advertisement
Advertisement
Putin

‘সেনা বিদ্রোহ’ নিয়ে পুতিনের সঙ্গে ফোনে কথা মোদির, পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

ইউক্রেন ইস্যু নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার।

Modi and Putin discuss Ukraine, armed mutiny on phone call। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 30, 2023 9:17 pm
  • Updated:June 30, 2023 10:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্প্রতি ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনের নেতৃত্বে ‘সেনা অভ্যুত্থানে’র মুখে পড়েছিল রাশিয়া। এই বিষয়েই মূলত দুই রাষ্ট্রনেতার কথা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে পাশাপাশি ইউক্রেন ইস্যু নিয়েও কথা হয়েছে মোদি পুতিনের।

এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সেনা বিদ্রোহ দমনে সব রকম সমর্থনের আশ্বাস দিয়েছেন মোদি। বরাবরের মতো কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা সমাধান করতে অনুরোধ জানিয়েছেন মোদি। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং একসঙ্গে কাজ করার বিষয়েও কথা হয়েছে দু’জনের মধ্যে।

Advertisement

[আরও পড়ুন: ব্যাংক লকারের নয়া নিয়ম নিয়ে বিভ্রান্তি, অসন্তোষ গ্রাহকদের মধ্যে]

উল্লেখ্য, বিশ্বে আলোড়ন তৈরি করে গত শনিবার আচমকাই মস্কোর দিকে রওনা দেয় ওয়াগনার যোদ্ধারা। বাহিনীর প্রধান প্রিগোজিন হুঙ্কার দেন, “আমাদের পথে যে আসবে ধ্বংস হয়ে যাবে।” তবে, পুতিনের চাপের মুখে কয়েক ঘণ্টা পরেই রণে ভঙ্গ দেন তিনি। সোমবার এক অডিও বার্তায় প্রিগোজিন বলেন, “রুশ ভাই-বোনেদের রক্ত ঝরার আশঙ্কা এড়াতেই আমরা মস্কোর রাজপথে প্রতিবাদের সিদ্ধান্ত বাতিল করেছিলাম।”

পুতিন ক্ষমতায় আসার পরে ক্রেমলিনের উপরে এত বড় বিপদ আসেনি। তবে পুতিনের সমর্থকদের দাবি, এই বিদ্রোহে শেষ পর্যন্ত পুতিনের শাসনকালে কোনও সমস্যা তৈরি হয়নি। যদিও যেভাবে ওয়াগনার বাহিনী এগোচ্ছিল এবং গুলি করে রুশ (Russia) যুদ্ধবিমানকে নামিয়েছিল, তা কিন্তু আশঙ্কার দিকটিকেই তুলে ধরছে। এই পরিস্থিতিতে ‘বন্ধু’ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন পুতিন।

[আরও পড়ুন:  জনতার বাধা, ছেঁড়া হল ইস্তফাপত্র! দিনভর ‘নাটক’ শেষে ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার বিরেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement