Advertisement
Advertisement

রাহুলের ছেড়ে আসা ওয়ানড়ে উপনির্বাচনের তোড়জোড় শুরু কমিশনের, ধন্দে রাজনৈতিক মহল

ওয়ানড়ে কংগ্রেসের প্রার্থী নিয়ে জল্পনা।

Mock poll held in Kozhikode baffles Congress supporters about Wayanad by-poll | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 8, 2023 5:01 pm
  • Updated:June 8, 2023 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছেড়ে আসা ওয়ানড় লোকসভা কেন্দ্রে হঠাতই উপনির্বাচনের তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বুধবার কোঝিকড়ে সব রাজনৈতিক দলকে ডেকে মক-পোলের আয়োজন করেছিলেন জেলাশাসক। যা লোকসভা উপনির্বাচনের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। তাতেই ধন্দে রাজনৈতিক মহল।

নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্র জনপ্রতিনিধিহীন হয়ে গেলে ৬ মাসের মধ্যে সেই কেন্দ্রে উপনির্বাচন করতে হয়। সেই হিসাবে গেলে নির্বাচন কমিশনের হাতে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে উপনির্বাচন করানোর। তাছাড়া রাহুল গান্ধীর মামলা এখনও বিচারাধীন। তিনি যদি গুজরাটের নিম্ন আদালতের রায়ে কোনওরকম স্থগিতাদেশ আনতে পারেন, তাহলে নির্বাচন হবেও না। তা সত্ত্বেও কেন এত তাড়াহুড়ো কমিশনের? বুঝে উঠতে পারছেন না কেরলের বাম ও কংগ্রেস নেতারা।

Advertisement

[আরও পড়ুন: কেরলে ঢুকল বর্ষা, আরব সাগরে ঘনীভূত ‘বিপর্যয়’, বাংলার ভাগ্যে কী?]

সূত্রের খবর, রাহুল যদি দ্রুত উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনতে না পারেন, তাহলে ওয়ানড়ে উপনির্বাচন হবে। সেটারই প্রস্তুতি কমিশন শুরু করেছে। রাহুলের সান্সদ পদ খারিজ হওয়ার পরই ওয়ানড়ে উপনির্বাচন হলে প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) প্রার্থী হওয়ার একটা জল্পনা ছিলই। সেটা এবার আরও খানিকটা উসকে গেল।

উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হতেই প্রস্তুতি শুরু করেছে কেরল কংগ্রেস। দিনকয়েক আগেই রাহুল ওয়ানড় ঘুরে এসেছেন। ফের তাঁকে সেখানে যাওয়ার আবেদন জানানো হবে। সঙ্গে বোন প্রিয়াঙ্কাকেও যাওয়ার আবেদন জানানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস (Congress)। শোনা যাচ্ছে, উপনির্বাচন হলে রাহুলের জায়গায় কি প্রিয়াঙ্কাকে সাংসদ হিসাবে চাইছে কেরল কংগ্রেস। কোনও কোনও মহল থেকে কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) নামও ভাসিয়ে দেওয়া হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement