সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তবে সময় থাকতে সতর্ক হোন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নম্বর নথিভুক্ত করা না থাকে, তবে ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবা। এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, এক্ষেত্রে ৩০ নভেম্বরের মধ্যে মোবাইল নম্বর নথিভুক্ত করে নিতে হবে।
দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংকের তরফে জানানো হয়েছে, ব্যাংকের যে সব গ্রাহকের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা রয়েছে তাঁরা যেন অবিলম্বে নিজেদের মোবাইল নম্বর নথিভুক্ত করান। যাঁদের মোবাইল নম্বর ইতিমধ্যেই নথিভুক্ত করা রয়েছে, তাঁরা আগের মতোই ইন্টারনেটের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। কিন্তু তা যদি না করা থাকে তাহলে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবার সুবিধা পাওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ১ ডিসেম্বরের মধ্যে মোবাইল নম্বর নথিভুক্ত না করলে বন্ধ হয়ে যাবে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং পরিষেবা।
[ ঘূর্ণিঝড় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫, বন্ধ স্কুল-কলেজ ]
রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ইন্টারনেট ব্যাংকিং-এর জন্য মোবাইল নম্বর রেজিস্টার করা বাধ্যতামূলক। সেখানেই বলা হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। নাহলে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা পাওয়া যাবে না।
কীভাবে বুঝবেন আপনার মোবাইল নম্বর নথিভুক্ত করা রয়েছে কিনা?
১) www.onlinesbi.com ওয়েবসাইটে গিয়ে নিজের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২) এরপর ‘My accounts and profile’-এ যান।
৩) সেখান থেকে প্রোফাইলে গিয়ে পার্সোনাল ডিটেলস/মোবাইলে যান।
৪) এবার সেখানে প্রোফাইল পাসওয়ার্ড টাইপ করুন।
৫) মোবাইল নম্বর নথিভুক্ত করা থাকলে এখানে দেখা যাবে।
আর যদি মোবাইল নম্বর নথিভুক্ত না করা থাকে, তবে স্টেট ব্যাংকের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করুন। সেখান থেকেই আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
[ ফের উত্তপ্ত সবরীমালা, পুলিশি নির্দেশ না মানায় আটক ২৮ ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.