সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর ছায়া এবার দিল্লিতে৷ মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে রীতিমতো হামলার শিকার হতে হল পুলিশকে৷ দিল্লির মুখার্জি নগর এলাকায় বর্ষবরণের রাতে ঘটে এই ঘটনা৷ ওদিন রাত ১১টা থেকে ১১.১৫ টার মধ্যে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে সম্প্রতি৷ আর এই ফুটেজই আবারও মানুষের নিরাপত্তাকে ফেলে দিল প্রশ্নের মুখে৷
জানা গিয়েছে, বর্ষবরণের রাতে মুখার্জি নগর এলাকায় বেশ কিছু যুবক রাস্তাতেই নতুন বছর উদযাপন করছিল৷ সেই সময় সেই রাস্তা দিয়ে যুবতী হেঁটে গেলে, তাঁকে বিরক্ত করে দুই বাইক আরোহী৷ চলতি বাইক থেকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ৷ এই ঘটনার পর স্থানীয় দুই পুলিশকর্মী সেখানে উপস্থিত হন৷ তাঁদের দেখেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা৷ এই ঘটনার কিছু সময় কাটতে না কাটতেই অভিযুক্তরা প্রায় কয়েকশো লোক নিয়ে সেখানে হাজির হয়৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে তারা৷ মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে রীতিমতো আক্রান্ত হন দুই পুলিশকর্মী৷ প্রাণ বাঁচাতে তাঁরা কিছুক্ষণের জন্য কাছের পুলিশ কিয়স্কে আত্মগোপন করেন৷
উত্তর-পশ্চিম দিল্লির মুখার্জি নগরের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর থেকেই পুলিশের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন৷ জানা গিয়েছে, বহু পড়ুয়ার বাসস্থান দিল্লির মুখার্জি নগর৷ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছাত্র-ছাত্রীরা এই অঞ্চলে থেকে সরকারি পরীক্ষার প্রস্তুতি নেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.