Advertisement
Advertisement
Manipur

আবারও উত্তপ্ত মণিপুর, পুলিশ সুপারের অফিস ভাঙচুর উন্মত্ত জনতার

শুক্রবারই মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।

Mob attacks SP office in Manipur’s Kangpokpi district
Published by: Amit Kumar Das
  • Posted:January 3, 2025 9:32 pm
  • Updated:January 3, 2025 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। শুক্রবার সন্ধ্যায় মণিপুরের কাংপোকপি জেলায় পুলিশ সুপারের অফিসে হামলা চালাল উত্তেজিত জনতা। পূর্ব ইম্ফল জেলার সাইবল গ্রাম থেকে কেন্দ্রীয় বাহিনী হঠানোর দাবিতে এই হামলা চালানো হয়। গোটা ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। এই হামলায় একাধিক জন আহত হয়েছেন বলে খবর।

হিংসায় রাশ টানতে গত কয়েকমাস ধরে মণিপুরের নানা অঞ্চলে অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। কুকি অধ্যুষিত অঞ্চলগুলিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। গত ৩১ ডিসেম্বর সাইবল গ্রামে অভিযান চলাকালীন মহিলাদের বাধার মুখে পড়ে নিরাপত্তাবাহিনী। অভিযোগ তাঁদের উপর লাঠিচার্জ করা হয়। এরই প্রতিবাদে কুকি সংগঠনগুলো বিক্ষোভ দেখাতে শুরু করে। রাস্তা অবরোধের পাশাপাশি শুক্রবার সেই বিক্ষোভ চরম আকার নেয়। শুক্রবার কাংপোকপি জেলায় পুলিশ সুপারের অফিসে হামলা চালায় গ্রামবাসীরা। গ্রাম থেকে নিরাপত্তাবাহিনী সরানোর দাবিতে ভাঙচুর চালানো হয় অফিসে। এই হামলায় সুপারের অফিসের পাশাপাশি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের একাধিক গাড়ি।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, এই হামলার পর দ্রুত সেখানে উপস্থিত হয় নিরাপত্তাবাহিনী। বিক্ষোভকারীদের সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় একাধিক জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এমন একটি দিনে এই হামলার ঘটনা ঘটল, যেদিনই মণিপুরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে এখানে এসেছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। সমস্যা সমাধানে বিপুল সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে মণিপুরে। একাধিক জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও যুদ্ধ সামগ্রী। পরিস্থিতি সামাল দিতে এই রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। কেন্দ্রের আশা, স্বরাষ্ট্রমন্ত্রকের এই শীর্ষ কর্তা দায়িত্ব নেওয়ার পর হিংসায় রাশ টানতে সক্ষম হবে। তবে তিনি দায়িত্ব নেওয়ার দিনেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মণিপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement