সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কেন আমার বাড়ি পোড়ানো হল? কী অন্যায় করেছিলাম?’ বেঙ্গালুরুর (Bengaluru) অশান্তি নিয়ে প্রশ্ন তুললেন কর্ণাটকের পুলকেশি নগরের বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তি। তাঁর ভাগ্নের ফেসবুক পোস্টের পরেই বেঙ্গালুরুতে অশান্তি ছড়ায়। কংগ্রেস বিধায়ক মূর্তির বাড়িতে আক্রমণ করে বিক্ষুব্ধ জনতা। এ প্রসঙ্গে বিধায়কের সাফাই, “আমার বোনের ছেলে কোনও অন্যায় করলে, পুলিশ তাঁকে শাস্তি দিত।” একইসঙ্গে এই অশান্তিকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন ওই বিধায়ক।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ উগরে দেন বিধায়ক মূর্তি। তাঁর কথায়, “আমার কি কোনও ভুল হয়েছিল? যদি আমি কোনও ভুল করে থাকি, তারা পুলিশের কাছে যেতে পারত। মিডিয়ার কাছে যেতে পারত।” বাড়ি পোড়ানো নিয়ে দুঃখপ্রকাশ করে বিধায়ক বলেন, “আমি কোনও অন্যায় করিনি। আমার বাড়ির ওপরে আক্রমণ হওয়ায় দুঃখ পেয়েছি।” তিনি আরও বলেন, “আমার বোনের ছেলে ফেসবুকে একটি পোস্ট করেছিল। সে যদি কোনও অন্যায় করে থাকে, পুলিশ শাস্তি দিত। কিন্তু তারা আমার বাড়িতে হামলা করল কেন?”
তিনি জানান, “আমার বাড়ির সামনের অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে।” সেইসময় তাঁর বাড়িতে কেউ ছিল না। তাই কারোর কোনও বিপদ হয়নি। হামলার পাঁচ মিনিট আগে পরিবারের সকলের সঙ্গে বিধায়কও মন্দিরে গিয়েছিলেন। বিধায়কের আশঙ্কা, “বিধায়ক হিসাবে আমিই হয়তো তাদের আক্রমণের লক্ষ্য ছিলাম।” মূর্তির আশঙ্কা, পরিকল্পিতভাবে হিংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে। তাঁর কথায়, “এই হাঙ্গামা ১০০ শতাংশ পূর্ব পরিকল্পিত। বেছে বেছে আমার বাড়িতেই বা হামলা করা হল কেন? কারা এই কাজ করেছে পুলিশ তদন্ত করে দেখুক।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.