Advertisement
Advertisement
MK Stalin

বাংলার পর বাতিল তামিলনাড়ুর ট্যাবলো, মমতার পথে হেঁটে মোদিকে চিঠি স্ট্যালিনের

স্ট্যালিন দ্বিতীয় অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এই বিষয়ে মোদিকে চিঠি লিখলেন।

MK Stalin writes to PM over exclusion of Tamil Nadu's tableau | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 17, 2022 9:12 pm
  • Updated:January 17, 2022 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) কুচকাওয়াজে স্থান পায়নি বাংলার ট্যাবলো। কেন্দ্রের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার পরে বাতিল করা হয়েছে তামিলনাড়ুর ট্য়াবলোও। এবার মমতার পথে হেঁটে তামিলনাড়ুর (Tamil Nadu) ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান না পাওয়ায় মোদিকে চিঠি দিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)।

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে কেন্দ্রের সিদ্ধান্তে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর ট্যাবলো বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বিষয়েই অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন স্ট্যালিন।

Advertisement

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে বাদ বাংলার ট্যাবলো: সিদ্ধান্ত পুনর্বিবেচনা হোক, মোদিকে চিঠি মমতার]

এদিন স্ট্যালিন জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে আমি অনুরোধ করেছি, যাতে করে উনি বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করে তামিলনাড়ুর ট্যাবলোকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান করে দেন। এভাবে রাজ্যের ট্যাবলো বাতিল হওয়ায় তামিলনাডুবাসী গভীর ভাবে মর্মাহত হয়েছে।”

গোটা ঘটনায় ক্ষুব্ধ স্ট্যালিন আরও বলেন, এটা তীব্র হতাশজনক যে রাজ্যের প্রখ্যাত কবি, অতীত গৌরব এবং দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছে যে ট্যাবলো তা বাতিল করে দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, এমকে স্ট্যালিন দ্বিতীয় অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজের রাজ্যের ট্যাবলো বাতিল হওয়া নিয়ে মোদিকে চিঠি লিখলেন। এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী ও তাঁদের সংগ্রামকে থিম করে বানানো বাংলার ট্যাবলো বাতিল হওয়ায় মোদিকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি জানিয়ে ছিলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার।

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোর অনুমোদন চেয়ে সওয়াল তথাগত রায়ের, মোদিকে টুইট]

মোদিকে লেখা চিঠিতে মমতা লেখেন, “কোনও কারণ ছাড়াই কেন্দ্রীয় সরকার বাংলার ট্যাবলো বাতিল করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে আমি অত্যন্ত ব্যথিত। শুধু আমি নই, রাজ্যের সকল বাসিন্দা মর্মাহত। যে বাংলা স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় আত্মত্যাগ করেছে, তাঁদের ট্যাবলো এভাবে বাতিল করায় শোকাহত সকলে।”

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে তৈরি বাংলা ট্যাবলোর মূল থিম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ রাজ্যের অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরা। দেশজুড়ে যখন আজাদি কি অমৃত মহোৎসব পালিত হচ্ছে, সেই সময় কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement