সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে দিবসেই (May Day) কারখানা শ্রমিকদের জন্য সুখবর দিল তামিলনাড়ু সরকার। দিনে ১২ ঘণ্টা নয়, ৮ ঘণ্টাই কাজ করতে হবে শ্রমিকদের, সেই কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। প্রসঙ্গত, গত মাসেই শ্রমিকদের কাজের সময় বাড়িয়ে আইন পাস করেছিল রাজ্যের মন্ত্রিসভা। বিরোধীদের চাপের মুখে পড়ে সেই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন স্ট্যালিন।
রাজ্যে বিনিয়োগ টানতে নয়া আইন পাস করে তামিলনাড়ুর (Tamil Nadu) মন্ত্রিসভা। প্রতিদিন ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা কাজ করতে হবে শ্রমিকদের, এই মর্মে আইন পাস হয়। সরকারের দাবি ছিল, নয়া ব্যবস্থার ফলে সপ্তাহে মাত্র চারদিন কাজ করতে হবে শ্রমিকদের। বাকি তিনদিন ছুটি থাকবে। তবে প্রথম থেকেই এই আইনের বিরোধিতায় সরব হয় শ্রমিক সংগঠনগুলি। আইন পাস হলেও তা কার্যকর করতে পারেনি তামিলনাড়ু সরকার।
আইন পাসের মাত্র ৮ দিনের মাথায় তা প্রত্যাহার করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। মে ডে উপলক্ষে একটি সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থে নয়া আইন প্রত্যাহার করা হচ্ছে। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “আইন প্রণয়নের পাশাপাশি আইন প্রত্যাহার করতেও সৎ সাহস লাগে। তাই গর্বের সঙ্গেই শ্রমিক আইন প্রত্যাহার করছি। সংগঠনগুলির প্রতিবাদের মাত্র দু’দিনের মধ্যেই আইনটি প্রত্যাহার করে নেওয়া হল।”
প্রসঙ্গত, চলতি মাসেই ধ্বনিভোটে পাস হয়েছিল এই আইন। তবে তার আগেই বিধানসভা থেকে ওয়াকআউট করেছিল কংগ্রেস ও বাম দলগুলি। আইন পাসের পরেও সরকারের তরফে জানানো হয়, আইন কার্যকর করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। তার কয়েকদিন পরেই আইন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.