Advertisement
Advertisement

Breaking News

তামিলনাড়ুতে ডিএমকের মন্ত্রীর বাড়িতে ইডি হানা, ‘বন্ধু’ স্ট্যালিনের পাশে দাঁড়িয়ে ক্ষোভপ্রকাশ মমতার

কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ।

MK Stalin slams BJP after ED raids against Tamil Nadu minister | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 13, 2023 8:14 pm
  • Updated:June 13, 2023 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কেন্দ্রীয় এজেন্সির নজরে তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা সেন্থিল বালাজি। মঙ্গলবার তাঁর বাড়ি এবং তামিলনাড়ুর রাজ্য সচিবালয়ে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে ফের তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তো বটেই, তাঁর পাশে দাঁড়িয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিঁধেছেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে (Narendra Modi)।

স্ট্যালিনের (MK Stalin) ঘনিষ্ঠ সেন্থিলের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত কয়েকটি অভিযোগ রয়েছে। এর আগে গত মে মাসে তাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগ। এরপর মঙ্গলবার সেন্থিলের বাড়ি, তামিলনাড়ুর সচিবালয়-সহ একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। সেন্থিলের অভিযোগ, তাঁকে না জানিয়েই তল্লাশি চালাতে এসেছেন ইডির আধিকারিকরা। তবে তিনি তদন্তে সহযোগিতা করবেন।

[আরও পড়ুন: রাজ্যের ২ কোটি ২৩ লক্ষ পড়ুয়াকে হাম-রুবেলার টিকা, বিরাট সাফল্য মমতা সরকারের]

এদিকে নিজের ঘনিষ্ঠ নেতার বাড়িতে ইডি হানা দিতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন ডিএমকে (DMK) সুপ্রিমো এম কে স্ট্যালিন। তিনি বলছেন,”মানুষ বিজেপির ভীতি প্রদর্শনের রাজনীতি দেখছেন। বিজেপি রাজনৈতিক ভাবে যাঁদের মোকাবিলা করতে পারছে না, তাঁদের ভয় দেখাতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। কিন্তু এ ভাবে ওরা সফল হতে পারবে না।” স্ট্যালিনের প্রশ্ন, সেন্থিল তো শুরু থেকেই তদন্তে সহযোগিতা করে আসছেন, তাহলে তাঁর বাড়িতে এভাবে ইডি হানা কেন?

[আরও পড়ুন: ভাঙড়ে অশান্তির দিনেই সৌজন্যের ছবি শালবনীতে, দিলীপ ঘোষকে ORS ও ঠান্ডা জল দিলেন TMC কর্মীরা]

স্ট্যালিন একা নন। রাজনৈতিক ‘বন্ধু’র পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে বিঁধেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি ডিএমকের সেন্থিল বালাজির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক প্রতিহিংসার নিন্দা করছি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার চলছেই। এভাবে একজন মন্ত্রীর বাড়ি এবং সচিবালয়ে তল্লাশি মেনে নেওয়া যায় না। বিজেপি মরিয়া হয়ে উঠেছে।” বস্তুত কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে বিরোধীরা সরব দীর্ঘদিন ধরেই। তবে, এদিনে যেভাবে তামিলনাড়ুর ঘটনর পর সবার আগে মমতা স্ট্যালিনের পাশে দাঁড়ালেন সেটা তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement