Advertisement
Advertisement

Breaking News

MK Stalin

‘বাধ্য ক্রীতদাসের মতো আত্মসমর্পণ’, বিজেপির সঙ্গে জোট বাঁধায় AIADMK’কে তোপ স্ট্যালিনের

স্ট্যালিন বলেন, 'এই জোটের মূল উদ্দেশ্য হল ক্ষমতার লোভ।'

MK Stalin slams AIADMK form alliance with BJP
Published by: Amit Kumar Das
  • Posted:April 12, 2025 7:14 pm
  • Updated:April 12, 2025 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফের একজোট হয়েছে বিজেপি ও এআইডিএমকে। শনিবার এই জোটকে তুলোধোনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। কড়া আক্রমণ শানিয়ে জানালেন, বাধ্য ক্রীতদাসের মতো আত্মসমর্পণ করেছে এআইডিএমকে। একইসঙ্গে তাঁর তোপ, এই দুর্নীতিগ্রস্ত জোটের হার নিশ্চিত।

বিজেপি ও এআইডিএমকে-এর জোটকে কটাক্ষ করে স্ট্যালিন বলেন, ‘এই জোটের মূল উদ্দেশ্য হল ক্ষমতার লোভ।’ এআইএডিএমকে-এর নীতি নিয়ে প্রশ্ন তুলে স্ট্যালিন অভিযোগ করেন, ”বিজেপি সরকারের নিট, ত্রিভাষা নীতি, হিন্দি আরোপ ওয়াকফ আইনের মতো বিষয়গুলির বিরোধিতা করা এআইডিএমকে কী বিজেপির এই নীতিকে সমর্থন করে? যদি করে থাকে তবে তা স্পষ্টভাবে জানাক।”

Advertisement

এরপরই সুর চড়িয়ে স্ট্যালিনের অভিযোগ, “কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে ওদের (এআইএডিএমকে) বন্দি করেছে বিজেপি। আর এখন গোটা তামিলনাড়ুকে বন্দি করতে চাইছে ওরা।” এআইএডিএমকে’কে তোপ দেগে তিনি বলেন, “বিজেপির কাছে বাধ্য ক্রীতদাসের মতো আত্মসমর্পণ করেছে ওরা। ওদের ষড়যন্ত্র তামিল জনগণের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ানো। যদিও এই ওদের এই ষড়যন্ত্র সফল হবে না। বিজেপি একা আসুক বা সঙ্গী নিয়ে আসুক তামিলনাড়ুর জনগণ ওদের উপযুক্ত শিক্ষা দিতে প্রস্তুত।”

উল্লেখ্য, ১৯৯৮ সালে জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকাকালীন এআইএডিএমকে দলের সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি। সেই সময় থেকেই এনডিএ শরিক ছিল জয়ললিতার দল। তবে দীর্ঘ বছরের এই সম্পর্কে দাড়ি পড়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে। ২১-এর বিধানসভা নির্বাচনে ব্যর্থ হওয়ার পর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গে জোটে ভাঙন ধরে এআইএডিএমকে’র। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকের জেনারেল সেক্রেটারি কে পালানিস্বামী জানান, “২৪-এর লোকসভা নির্বাচনে একক দল হিসাবে লড়াই করা হবে।” এই ভাঙনের নেপথ্যে ছিলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই। বিধানসভায় হারের পর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই সম্পর্কে তাঁর একের পর এক বিতর্কিত মন্তব্য এই ভাঙনকে আরও চওড়া করে। জোট ভাঙার পর লোকসভায় চরম ব্যর্থ হয় গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে ‘আত্মহত্যা’র পথে না গিয়ে এআইএডিএমকে-এর সঙ্গে ফের জোট বেঁধে ২০২৬ এর নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub