সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তরীক্ষে একের পর এক কীর্তিমান রচনার পথে এবার ইন্ডিয়ান স্পেস রিসার্চ ওর্গানাইজেশন। একাধিক উপগ্রহ উৎক্ষেপণ, মঙ্গলযান অভিযান এখন অতীত। এবার মহাকাশে নয়া গৌরবগাথা সৃষ্টি করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। ইসরোর পরবর্তী লক্ষ্য শুক্রগ্রহে অভিযান। এমনটাই জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার। শুধু শুক্রই নয়, মঙ্গলেও ফের মহাকাশযান পাঠানোকে পাখির চোখ করেছে ইসরো। মহাকাশে একযোগে ১০৪টি উপগ্রহের সফল উৎক্ষেপণের ২৪ ঘণ্টার মধ্যেই ফের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরো। সৌরমণ্ডলের শুক্র এবং মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্র এবং মঙ্গলের কক্ষপথের পাশাপাশি পৃথিবী ও মঙ্গলের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জেও মহাকাশযান পাঠানো হবে। এই প্রকল্পের খরচ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা হয়েছে ইসরোর। এটি হবে ইসরোর দ্বিতীয় মঙ্গল কক্ষপথ অভিযান। চন্দ্রায়ণ মিশন-২-এর বিষয়ে কিরণ কুমার জানিয়েছেন, ২০১৮ সালের প্রথম দিকে এই সম্ভবপর হবে বলে মনে করা হচ্ছে। চলতি বছর ডিসেম্বর ও ২০১৮ সালের মার্চের মাঝামাঝি সময়ে চন্দ্রায়ণ মিশন ২ হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, চন্দ্রায়ণ-১ অভিযান ছিল শুধুমাত্র চাঁদের কক্ষপথে। তবে এবার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে পরীক্ষানিরীক্ষা চালানোর তোড়জোড় চলছে বলে জানা গিয়েছে। শীঘ্রই শ্রীহরিকোটার মহেন্দ্রগিরিতে চন্দ্রায়ণ-২ অভিযানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন কিরণ কুমার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.