Advertisement
Advertisement

Breaking News

Hemant Soren

‘সাদা শার্ট, কালো প্যান্ট, পায়ে চটি’, নিখোঁজ সোরেনকে খুঁজতে হুলিয়া জারি বিজেপির

বেপাত্তা সোরেনের খোঁজ পেতে দিল্লি বিমানবন্দরকে সতর্ক করেছে ইডি। 

‘Missing’,Hemant Soren: BJP’s poster dig, cash reward। Sangbad Pratidin

পোস্টার ছাপিয়ে ধার্য করা হয়েছে উপহারমূল্য।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 30, 2024 2:03 pm
  • Updated:January 30, 2024 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দুদিন ধরে বেমালুম বেপাত্তা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দিল্লি পুলিশ ও ইডি দপ্তরের আধিকারিকরা তাঁর খোঁজ পেতে মরিয়া। এবার তাঁকে খুঁজতে ‘নিখোঁজ’ পোস্টার দিল বিজেপি। ধার্য করা হয়েছে উপহারমূল্যও। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমোর সম্পর্কে কোনও তথ্য দিলেই মিলবে নগদ ১১ হাজার টাকা। 

হেমন্ত সোরেনের অন্তর্ধান রহস্যে যথারীতি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি (BJP)। তাদের দাবি, মাঝরাতে পায়ে চটি গলিয়ে, চাদরে মুখ ঢেকেই পালিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এবার তাঁকে খুঁজতে বিশেষ উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। রীতিমত পোস্টার ছাপিয়ে ধার্য করা হয়েছে উপহারমূল্য। সেই পোস্টারের ছবি মঙ্গলবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা বাবুলাল মারান্ডি। পোস্টারে হেমন্তের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘৪০ ঘণ্টা হয়ে গিয়েছে। গত রবিবার রাত দুটো থেকে নিখোঁজ রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, পায়ে চটি। যদি ওনাকে দেখে থাকেন তাহলে রাঁচিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে তথ্য দিয়ে যান। যিনি খোঁজ দেবেন তাঁর হাতে ১১ হাজার টাকা তুলে দেওয়া হবে।’

Advertisement

[আরও পড়ুন: বিহারের পর চণ্ডীগড়েও ধাক্কা ইন্ডিয়া জোটের, ‘কূট’ চালে মেয়র নির্বাচন জিতল বিজেপি

এর আগে সোশাল মিডিয়া পোস্টে বাবুলাল মারান্ডির দাবি করেছিলেন, শুধু হেমন্ত সোরেনই নন, তাঁর বিশেষ নিরাপত্তারক্ষী (Special Security) অজয় সিংও বেপাত্তা। তাঁদের মোবাইল ফোন সুইচড অফ। চলছে জোরদার তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে সোরেনের চার্টার্ড প্লেন। ওই বিমানেই রাঁচি থেকে দিল্লি এসেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তাঁর ফোনও নাকি বন্ধ রয়েছে। বেপাত্তা সোরেনের খোঁজ পেতে দিল্লি বিমানবন্দরকে সতর্ক করেছে ইডি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement