Advertisement
Advertisement

নিখোঁজ-রহস্য জিইয়ে রেখে বাড়ি ফিরলেন তেলেঙ্গানার রূপান্তরকামী প্রার্থী

নিখোঁজ হয়ে যাওয়ার কারণ নিয়ে পুলিশের কাছে মুখ খুলতে নারাজ ওই প্রার্থী৷

Missing transgender candidate turns up
Published by: Sayani Sen
  • Posted:November 29, 2018 5:19 pm
  • Updated:November 29, 2018 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বাড়ি ফিরলেন তেলেঙ্গানা বিধানসভার প্রথম রূপান্তরকামী প্রার্থী চন্দ্রমুখী এম৷ বুধবার রাতেই থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন তিনি৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী এবং বেশ কয়েকজন অনুগামী৷ আচমকা কেন নিখোঁজ হয়ে গেলেন তিনি, কীভাবেই বা ফিরে এলেন, সে বিষয়ে কোনও উত্তর দিতে নারাজ চন্দ্রমুখী৷ গোটা ঘটনা আদালতে গিয়ে জানাবেন বলেই দাবি তাঁর৷

[বিধানসভা নির্বাচনের আগে নিখোঁজ তেলেঙ্গানার প্রথম রূপান্তরকামী প্রার্থী]

৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন৷ আসন্ন নির্বাচনে সিপিএম নেতৃত্বাধীন বহুজন বামফ্রন্টের হয়ে লড়ছেন চন্দ্রমুখী এম৷ গোশমহল বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন৷ ভোটের আগে কোমর বেঁধে প্রচার করতে দেখা গিয়েছিল চন্দ্রমুখীকে৷ একাধিক মিটিং-মিছিলের আয়োজন করেছিলেন তিনি৷ মঙ্গলবারও প্রচারে বেরিয়েছিলেন চন্দ্রমুখী৷ রূপান্তরকামী প্রার্থীর পরিজনরা দাবি করেন, মঙ্গলবার সন্ধের পর থেকেই নিখোঁজ হয়ে যান চন্দ্রমুখী৷ তাঁর সঙ্গে মোবাইলেও যোগাযোগ করতে পারেননি তাঁর মা৷ উদ্বেগে মাথা ঠান্ডা রাখতে পারেননি তিনি৷ মেয়ের খোঁজ পেতে ছুটে গিয়েছিলেন বানজারা হিলস থানায়৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার রাতে নিজেই ফিরে আসেন চন্দ্রমুখী৷ সরাসরি থানায় যান৷ দেখা করেন পুলিশ আধিকারিকদের সঙ্গে৷ তবে রূপান্তরকামী ওই প্রার্থী কীভাবে নিখোঁজ হয়ে গেলেন সে বিষয়ে মুখ খুলতে নারাজ প্রার্থী৷ তাঁর দাবি, আদালতে গিয়ে নিজে মুখে গোটা ঘটনা জানাবেন৷

Advertisement

[কাশ্মীরে সেনার গুলিতে ঝাঁঝরা আরও দুই লস্কর জঙ্গি]

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই নির্বাচনের আগে চন্দ্রমুখীকে অপহরণ করা হয়েছে বলেই অভিযোগ করেন তাঁর পরিজনেরা৷ নাম জড়ায় কংগ্রেস প্রার্থী মুকেশ গৌড় এবং বিজেপি প্রার্থী টি রাজা সিংয়ের৷ যদিও বানজারা হিল স্টেশন থানার তদন্তে উঠে এসেছে অন্য তথ্য৷ পুলিশ আধিকারিকদের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাড়ি থেকে মঙ্গলবার সন্ধেয় একাই বেরিয়েছিলেন চন্দ্রমুখী৷ বাড়ির সামনে রাস্তায় বেরিয়ে মুখ ভাল করে কাপড় দিয়ে ঢেকে দেন৷ নিজের পরিচয় গোপন করতেই চন্দ্রমুখী এই কাজ করেছেন বলেই অনুমান পুলিশ আধিকারিকদের৷ তদন্তকারীদের দাবি এবং চন্দ্রমুখীর পরিজন ও দলীয় অনুগামীদের বয়ান পরস্পর বিরোধী৷ এই বিষয়টিও খতিয়ে দেখছেন আধিকারিকরা৷ আদালতে গিয়ে কী বয়ান দেন চন্দ্রমুখী, ঘটনার নিষ্পত্তিতে সেদিকেই তাকিয়ে রয়েছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement