সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি কার্যকলাপ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর প্রশাসন৷ এক কলেজছাত্রের জঙ্গিদের দলে নাম লেখানোর ঘটনা আবারও নতুন করে বাড়াল চিন্তা৷ সদ্য জঙ্গি দলে নাম লেখানো এই ছাত্রের ছবি প্রকাশ পেয়েছে৷ সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে ছবিটি৷ একটি অডিও বার্তাও প্রকাশ পেয়েছে তার৷
৪ অক্টোবর গ্রেটার নয়ড়ার শারদা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয় গন্ডগোল৷ মেডিক্যাল ইম্যাজিন টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র এহতিশ্যাম নামে এক ছাত্রকে বেধড়ক মারধর করা হয়৷ কলেজ ক্যাম্পাসে বেধড়ক মারধরের পর নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র৷ ২৮ অক্টোবর কলেজ কর্তৃপক্ষের তরফে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়৷ নিখোঁজ ছাত্রের বাবা বিলাল আহমেদ সোফিও শ্রীনগরের খানইয়ার থানায় ছেলের নিখোঁজ ডায়েরি করেন৷ তারপরই শুরু হয় খোঁজাখুঁজি৷ নিখোঁজ ছাত্রের মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে, রবিবার দুপুর পর্যন্ত দিল্লিতেই ছিল ওই ছাত্র৷ দুপুর আড়াইটের পর থেকে স্থান বদল করে সে৷ ক্রমশই শ্রীনগরের দিকে চলে যায় ওই নিখোঁজ ছাত্র৷ পুলিশের দাবি, ওইদিন সাড়ে চারটে নাগাদ বাবার সঙ্গে কথা বলে সে৷ এদিকে, নিখোঁজ ছাত্রের বাবার দাবি ছেলে দিল্লিতে আছে বলেই ফোনে জানায় তাঁকে৷ এরপরই ফোন সুইচড অফ করে দেওয়া হয়৷ ওই কলেজ ছাত্রের আর কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই দাবি পুলিশের৷ দিনের পর দিন ধরে ছেলে নিখোঁজ হওয়ায় চিন্তিত তাঁর পরিজনরা৷ ছেলের সন্ধানে রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে বৃহস্পতিবার সাহায্যের আবেদন জানান ওই ছাত্রের বাবা৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে ওই নিখোঁজ ছাত্রের ছবি৷ সেই ছবিতে একে-৪৭ হাতে দেখা গিয়েছে তাকে৷ একটি অডিও বার্তাও প্রকাশিত হয়েছে৷ পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়েছে বলেই ওই অডিও বার্তায় জানিয়েছে সে৷ জম্মু-কাশ্মীর পুলিশের এডিজি মুন্নির খান বলেন, এটি আদতে ওই নিখোঁজ ছাত্রের ছবি ও অডিও বার্তা কী না, তা খতিয়ে দেখা হচ্ছে৷
উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা নতুন নয়৷ একের পর এক হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন৷ তার উপর আবার এই কলেজ ছাত্রের জঙ্গি দলে নাম লেখানো পুলিশের উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট৷ এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের হস্তক্ষেপ দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.