Advertisement
Advertisement

লক্ষ লক্ষ মার্কিন নাগরিককে প্রতারণা, আটক ৫০০ ভারতীয়

মুম্বইয়ের মীরা রোডের এক কল সেন্টারে চলত এই প্রতারণা চক্র৷

 Mira Road Call Centre Scam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 6, 2016 4:40 pm
  • Updated:October 6, 2016 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকশো ভারতীয় মিলে কয়েক লক্ষ মার্কিন নাগরিককে প্রতারণা করে আত্মসাৎ করেছে কোটি কোটি টাকা৷ মার্কিন মুলুক থেকে এমন অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ৷ বেশ কয়েকদিন ধরে প্রমাণ সংগ্রহ করার পর মঙ্গলবার রাতে প্রায় ২০০ পুলিশের একটি দল হানা দেয় থানের মীরা রোড সংলগ্ন এক কল সেন্টারে৷ প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে প্রায় ৫০০ কল সেন্টার কর্মীকে৷

এদিন ১২ ঘণ্টা ধরে সার্চ অপারেশন চালিয়ে প্রায় ১ কোটি টাকার জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ৷ জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে কল সেন্টারের একাধিক বিভাগে প্রায় ৭০০ কর্মী এই কাজে জড়িত ছিলেন৷ যাঁদের মধ্যে কিছু প্রশিক্ষণরত কর্মীও ছিলেন, যাঁরা এই বিষয়ে কিছুই জানতেন না৷ বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এদের মধ্যে আট জন ম্যানেজারও রয়েছে৷ যারা পুরো বিষয়টি দেখভাল করত৷ মূল অভিযুক্ত ইন্দো-আমেরিকান এক ব্যক্তি৷ তার খোঁজে তল্লাশি চলছে৷

Advertisement

পুলিশ সূত্রের খবর, নিজেদের কর দফতরের কর্মী হিসেবে পরিচয় দিয়ে মার্কিন নাগরিকদের কাছ থেকে ব্যাঙ্কের তথ্য জোগাড় করত এরা৷ কেউ কেউ তথ্য দিতে অস্বীকার করলে তাঁদের নাকি ভয়ও দেখানো হত৷ পরে সহজ উপায়ের নাম করে ব্যাঙ্ক অ্যাঙ্কাউন্টের জরুরি তথ্য নিয়ে নেওয়া হত৷ মোট কলের মাত্র ১০ শতাংশের ক্ষেত্রেই সাফল্য মিলত৷ তবে তাতেই প্রচুর আয় হত ওই ভুয়া কল সেন্টারের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement