Advertisement
Advertisement

Breaking News

খাবার চুরির অপরাধে নগ্ন করা হল দুই নাবালককে

শুধু তাই নয়, ন্যাড়া করে গলায় জুতোর মালাও পরানো হয়েছে।

Minors thrashed, paraded naked for 'stealing' food in Maharashtra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2017 4:03 am
  • Updated:May 22, 2017 6:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোষ বলতে মিষ্টির দোকান থেকে খাবার চুরি। আর সেকারণেই মাত্র ৯ এবং ৮ বছরের দুই নাবালককে নগ্ন করা হল। শুধু তাই নয়, এই ‘অল্প’ দোষেই তাদের গলায় পরানো হল জুতোর মালা। গত শনিবার মহারাষ্ট্রের থানে জেলার ঘটনা। দুই নাবালকের একজনের মায়ের অভিযোগ পেয়ে উল্লাসনগর টাউনশিপের প্রেমনগর এলাকা থেকে মেহমুদ পাঠান নামে ওই দোকানদার ও তাঁর দুই ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার বিশেষ আদালত ওই তিনজনকে সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

[ধোনিদের হারিয়ে তৃতীয়বার আইপিএল ট্রফি জিতে ইতিহাসে মুম্বই]

জানা গিয়েছে, ওই দুই বালক একই পরিবারের সদস্য না হলেও ঘটনার দিন একসঙ্গেই অভিযুক্ত মেহমুদের দোকানে আসে। এরপরেই কারও অনুমতি না নিয়ে একটি খাবারের প্যাকেট খুলে সেটি খেয়ে ফেলে। এতেই রাগে অগ্নিশর্মা হয়ে যান দোকানদার। এরপরেই নিজের দুই ছেলে সালিম এবং ইরফানকে নিয়ে ওই দুই নাবালককে পাকড়াও করেন। ওই দু’জনকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য ছেলেদের নির্দেশ দেন। এরপরেই শাস্তিস্বরূপ দুই নাবালকের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এখানেই কিন্তু থামেনি অত্যাচার। দুই নাবালককে উলঙ্গ করে গলায় জুতোর মালা পড়ানো হয়। মেহমুদের এক ছেলে ইরফান এরপর বেশ কয়েকবার চড়ও মারে ওই দু’জনকে। এমনকী গোটা ঘটনাটি নিজের ফোনে রেকর্ড করে রাখে সালিম। ওই সময় ঘটনাস্থলে অনেকেই উপস্থিত থাকলেও আক্রান্ত দুই নাবালককে উদ্ধার করতে এগিয়ে আসেননি কেউই।

Advertisement

[হিন্দুদের মতো মুসলিমদেরও তিন তালাকের বিরুদ্ধে এগিয়ে আসার ডাক কেন্দ্রের]

অন্যদিকে, আক্রান্ত দুই শিশুর মধ্যে একজনের মা অন্যের বাড়িতে গৃহস্থালীর কাজে সেরে বাড়ি ফিরেই সন্তানের এই অবস্থা দেখেন। সঙ্গে সঙ্গে অপর পরিবারকে নিয়ে হিল লাইন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপরেই মেহমুদ ও তাঁর দুই ছেলেকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৫৫, ৫০০ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করা হয়। গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে ভিডিওটি সালিম রেকর্ড করেছিল, সেটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেটি দেখার পর অনেকেই ঘটনার তীব্র নিন্দা করেছে। বিশেষ করে একটু খাবারের জন্য যেভাবে দুই নাবালকের উপর ওই তিনজন অত্যাচার চালিয়েছে, তার জন্য কড়া শাস্তিও দাবি করেছেন অনেকে।

[সুস্থ হলেই ফের রাজনীতিতে, জানিয়ে দিলেন সুদীপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement