সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিল্লির তিশহাজারি আদালতে চলল গুলি৷ গুরুতর জখম দীনেশ নামে এক বিচারাধীন বন্দি৷ তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়৷ গুলির বিকট আওয়াজ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ৷ তারাই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন৷ আততায়ীকে আটক করেছে পুলিশ৷ পুরনো শত্রুতার জেরেই হামলা বলে অনুমান৷
[মোবাইলের ‘সিম সোয়াইপ’ করে উধাও ২৬ হাজার টাকা]
জানা গিয়েছে, একটি মামলার শুনানির জন্য মঙ্গলবার আদালতে নিয়ে আসা হয় অভিযুক্ত দীনেশকে৷ দু’নম্বর গেট দিয়ে তাকে আদালতে প্রবেশ করান হয়৷ এজলাসে নিয়ে যাওয়ার পথেই অতর্কিতে হামলা চালান হয় তার উপরে৷ গুলির আওয়াজে কেঁপে ওঠে আদালত চত্বর৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই পালানোর চেষ্টা করে আততায়ী৷ কিন্তু তাকে পাকড়াও করে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, আততায়ী নাবালক৷ আদালত চত্বরে ঢুকে গুলি চালানোর মতো কাজ সে কেন করল জানার চেষ্টা চলছে৷ অনুমান করা হচ্ছে, কোনও পুরনো শত্রুতার জেরেই এমন কাজ করেছে ওই নাবালক আততায়ী৷ ইতিমধ্যে জখম বন্দিকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ চলছে তার চিকিৎসা৷ তবে দিল্লির তিশহাজারি আদালতের মতো সংবেদশীল এলাকায় দিনে-দুপুরে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ দেশের অন্যান্য আদালতের তুলনায় দিল্লির সমস্ত আদালতে নিরাপত্তা অনেকবেশি কঠোর থাকে৷ সেই নিরাপত্তার চোখ এড়িয়ে কেমনভাবে আততায়ী বিচারাধীন বন্দি দীনেশের নাগাল পেল তা নিয়ে উঠছে প্রশ্ন৷
[ট্রেনের ছাদে উঠে বিপত্তি, ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল ভবঘুরের]
প্রথম নয়, এর আগে ২০০৩-এও একই ভাবে তিশহাজারি আদালতে চলেছিল গুলি৷ সেইবার মৃত্যু হয়েছিল নীলম নামে এক বিচারাধীন মহিলা বন্দির৷ তাকেও আদালতে নিয়ে আসা হয়েছিল শুনানির জন্য৷ এক অজ্ঞাত পরিচয় আততায়ী হামলা চালিয়েছিল তার উপরে৷ হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু হয়েছিল নীলমের৷ দীর্ঘ পনেরো বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি হল সেই তিশহাজারি আদালতে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.