সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পুরুষদের লালসার শিকার হল নাবালিকা৷ যাঁদের কাছ থেকে ছোটরা শিক্ষাগ্রহণ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা পায়, সেই শিক্ষকদের বিরুদ্ধেই এবার উঠল ধর্ষণের অভিযোগ৷
বিহারের কাকো সরকারি বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ পুলিশ সূত্রে খবর, ১২ বছরের ওই কিশোরীকে একা পেয়ে স্কুলের ছাদে নিয়ে যান প্রিন্সিপাল আজু আহমেদ এবং তিন শিক্ষক অতুল রহমান, আবদুল বারি এবং মহম্মদ শাকাউদ৷ সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক শ্রীবাস্তব জানান, সোমবার নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ নাবালিকার মা প্রথম মেয়েকে স্কুলের ছাদে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান৷ তারপরই মাকে গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা৷
প্রিন্সিপালের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার স্কুল ছুটি দিয়ে রবিবার স্কুল খোলা রাখার কথা ঘোষণা করা হয়েছিল৷ অর্থাৎ পরিকল্পনা মাফিকই গোটা ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.