Advertisement
Advertisement

Breaking News

গণধর্ষণের শিকার, অপমানে আত্মঘাতী মধ্যপ্রদেশের নির্যাতিতা নাবালিকা

লজ্জা!

Minor rape victim commits suicide in Madhya Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 11:49 am
  • Updated:July 21, 2018 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণধর্ষণের শিকার হয়ে লজ্জা ও অপমানে আত্মহননের পথ বেছে নিল এক নাবালিকা নির্যাতিতা৷ শুক্রবার, এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাগরে৷ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুরু হয়েছে তাদের জেরার প্রক্রিয়া৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠেছে সব মহল থেকেই৷

[৮৪-র শিখ দাঙ্গার থেকে বড় গণপিটুনি দেশে ঘটেনি, সংসদে কংগ্রেসকে কটাক্ষ রাজনাথের]

Advertisement

নারী ও শিশুদের নিরাপত্তায় দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে৷ নারী নির্যাতন, ধর্ষণ, শিশু নিগ্রহের মতো ঘটনায় রোজই সংবাদ শিরোনামে উঠে আসছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শাসনে থাকা এই রাজ্য৷ শুক্রবার আরও একবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের সাগর৷ মঙ্গলবার তিনজনের লালসার শিকার হয়েছিল বছর ষোলোর এক নাবালিকা৷ সেই লজ্জা ও অসম্মান সহ্য করতে পারেনি সে, পরে বাধ্য হয়ে শুক্রবার বেছে নিল আত্মহত্যার পথ৷ ঘটনা প্রকাশ্যে আসার পরেই সমগ্র রাজ্যে তৈরি হয়েছে উত্তেজনা৷ বারবার মধ্যপ্রদেশে কেন মহিলাদের আক্রমণের শিকার হতে হচ্ছে এবং কোথায় নারী ও শিশু নিরাপত্তা সেই বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে শিবরাজ সিং চৌহানের সরকার৷ জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশ সুপার সত্যেন্দ্র সিং জানান, তাদের বিরুদ্ধে কঠোর মামলা দায়ের করা হয়েছে৷ যাতে কোনও ভাবেই অভিযুক্তরা রেহাই না পায় তার ব্যবস্থা করা হবে৷

[মোদিতেই ভরসা সংসদের, তীব্র বাদানুবাদের পর আস্থা ভোটে জয় এনডিএ-র]

গত একমাসে মধ্যপ্রদেশে প্রায় পঞ্চাশের বেশি গণধর্ষণ, নারী নিগ্রহ ও শিশুদের প্রতি অত্যাচারের ঘটনা ঘটেছে৷ মান্দসৌর, সাতনা, জব্বলপুরের মতো একাধিক ঘটনায় কার্যত প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের বিজেপি সরকারের ভূমিকা৷ চাপে পড়ে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ গণধর্ষণ, নারী নিগ্রহ ও শিশুদের প্রতি অত্যাচারের ঘটনার দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্যে আরও বেশি করে ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরি করা যায় কিনা সেই বিষয়ে কথা আসেন তিনি৷ এছাড়া, ১২ বছর বা তার কম বয়সের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দেওয়ার জন্য আগেই বিল পাশ করেছে মধ্যপ্রদেশ বিধানসভা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement