Advertisement
Advertisement

তোলাবাজ ওয়ার্ডেনকে টাকা দিতে রক্ত বিক্রির সিদ্ধান্ত ২ আদিবাসী ছাত্রীর

আবাসিক স্কুলের ওয়ার্ডেনের তোলাবাজির শিকার ছাত্রীরা৷

Minor girls sell blood to pay warden in Madhya Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 4:04 am
  • Updated:March 1, 2017 4:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তোলাবাজ ওয়ার্ডেনকে টাকা দিতে হবে৷ না হলে আবাসিক স্কুলে থাকা মুশকিল৷ তাই বাধ্য হয়ে নিজেদের রক্ত বিক্রি করার সিদ্ধান্ত নেয় ২ আদিবাসী ছাত্রী৷ মধ্যপ্রদেশের জবলপুরের আবাসিক স্কুলের দুই আদিবাসী ছাত্রীর রক্ত বিক্রির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

(আধার ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন পেনশনভোগীরা)

অভিযুক্তের নাম বৈদেহী ঠাকুর৷ ঘটনার পরই গাদ্ধা রেসিডেন্সিয়াল স্কুলের ওয়ার্ডেনের পদ থেকে অপসারিত করা হয়েছে তাকে৷ দিনের পর দিন ছাত্রীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করার অভিযোগ রয়েছে বৈদেহীর বিরুদ্ধে৷ ওয়ার্ডেনের সেই চাহিদা অনুযায়ী টাকা মেটানোর ক্ষমতা ছিল না ওই দুই ছাত্রীর৷ সেই কারণেই মঙ্গলবার সরকার পরিচালিত ওই আবাসিক স্কুলের দুই ছাত্রী টাকা জোগার করার জন্য স্থানীয় হাসপাতালে গিয়ে নিজেদের রক্ত বিক্রি করার সিদ্ধান্ত নেয়৷

Advertisement

(দৌলতরামের সাহায্যে এগিয়ে এল মুম্বইয়ের হাসপাতাল)

ঘটনা প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের তফসিলি এবং তফসিলি উপজাতির সহকারী কমিশনার এস জৈন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement