Advertisement
Advertisement

Breaking News

Delhi

নাবালিকাকে ধর্ষণ মায়ের লিভ ইন সঙ্গীর! মুখ খুললেই হত্যার হুমকি

পকসো ধারায় মামলা রুজু করে তদন্তে পুলিশ।

Minor Girl Raped By Mother's Live-In Partner In Delhi | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:January 18, 2024 9:59 am
  • Updated:January 18, 2024 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষণের অভিযোগে উত্তাল রাজধানী দিল্লি (Delhi)। এবার ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত মায়েরই লিভ ইন সঙ্গী। মহিলার অনুপস্থিতিতে কিশোরীর উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েক মাস আগে এই ঘটনা ঘটলেও পুলিশি তদন্তের জেরে সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অঙ্কিত যাদব (২৯)। তিনি গাজিয়াবাদের লোনির বাসিন্দা। আট বছর আগে বিবাহ বিচ্ছিন্না এক মহিলার সঙ্গে একত্রে থাকছিলেন অঙ্কিত। আগের পক্ষের তিন সন্তান রয়েছে ওই মহিলার। গত ২৩ জুলাই বিশেষ প্রয়োজনে মহিলা হাসপাতালে গিয়েছিলেন। বাড়িতে ছিল না মহিলার অন্য দুই সন্তান। অভিযোগ, সেই সময় ঘরে একা থাকা ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করেন অভিযুক্ত। মুখ খুললে খুন করা হবে বলেও হুমকিও দেওয়া হয় তাকে।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দিরের গৃর্ভগৃহে রামলালা! ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত অযোধ্যা]

পুলিশ জানিয়েছে, নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়েছে। বয়ানও নেওয়া হয়েছে। এর পরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে আপাতত জেল হেফাজতে রয়েছে ওই ব্যক্তি। তাঁর বিরুদ্ধে পকসো-সহ একাধিক মামলা দায়ের করা হয়েছিল।

[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement