Advertisement
Advertisement

Breaking News

১৪ যুবকের লালসার শিকার, ভারতে গণধর্ষিতা বাংলাদেশের নাবালিকা

এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে?

minor girl from Bangladesh allegedly gang-raped in Ahmedabad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 19, 2017 8:09 am
  • Updated:March 19, 2017 8:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বাংলাদেশি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে আহমেদাবাদে৷ অভিযোগ, ১৪ জন মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে৷ গণধর্ষণের পর তাকে একটি বাস টার্মিনাসের কাছে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা৷

জুনাগড়ের মাঙ্গরোল টাউনের বাস টার্মিনালের কাছে ওই নাবালিকাকে কাঁদতে দেখে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু ভাষার সমস্যার জন্য তাঁরা ওই কিশোরীর বক্তব্য বুঝতে না পেরে তাকে পুলিশের কাছে নিয়ে যান৷

Advertisement

[খোঁজ মিলেছে দুই ভারতীয় মৌলবীর, জানাল পাক মিডিয়া]

কিশোরীর কাছ থেকে মাঙ্গরোল পুলিশের অধিকারিকরা জানতে পারেন, আহমেদাবাদ ও মাঙ্গরোলে একাধিকবার ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার৷ ওই কিশোরীর কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার এই গণধর্ষণের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ কিশোরী পুলিশকে জানিয়েছে, সে বাংলাদেশের নাগরিক৷ তাকে ভারতে কয়েকজন অসাধু ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, কিশোরী জানিয়েছে, তাকে আহমেদাবাদে সাতজন ও মাঙ্গরোলে ১৪ জন ব্যক্তি গণধর্ষণ করেছে৷ নিগৃহীতার এক আত্মীয়া তাকে ‘সাই’ নামে এক এজেন্ট মারফত পশ্চিমবঙ্গের বনগাঁয় বিক্রি করে দেয় বলেও পুলিশকে জানিয়েছে ওই কিশোরী৷ আপাতত ওই কিশোরীকে জুনাগড়ের এক মহিলাদের হোমে পাঠানো হয়েছে৷ সেখানে তার জন্য একজন দোভাষী রেখেছে পুলিশ৷ ওই কিশোরীর কাছ থেকে আরও তথ্য পেলে তদন্তে গতি আসবে বলেও মনে করছে পুলিশ৷

[নওয়াজ শরিফকে গায়ত্রী মন্ত্র শোনালেন এই হিন্দু কন্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement