Advertisement
Advertisement

Breaking News

kota

আত্মহত্যা রুখতে ফ্যানে যন্ত্র বসানো সত্ত্বেও কোটায় ফের আত্মঘাতী ছাত্র, ২০২৪-এ মৃত্যু বেড়ে ১৭

এপ্রিল মাস থেকে কোটার বিজ্ঞান নগর থানা এলাকার একটি সেন্টারে আইআইটি-জেইই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে।

Minor Boy from Bihar found hanging from ceiling fan in kota

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:December 21, 2024 12:57 pm
  • Updated:December 21, 2024 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজস্থানের কোটায় আত্মঘাতী কিশোর। হস্টেলের ঘরের ফ্যান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছে সে। তবে ফ্যানগুলিতে আত্মহত্যা রোধের জন্য বিশেষ যন্ত্র বসানো সত্ত্বেও কেন ফের মর্মান্তিক ঘটনা এড়ানো গেল না তা নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে চলতি বছরে ১৭ জন পড়ুয়ার মৃত্যু হল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ১৬-বছরের কিশোর বিহারের বৈশালী জেলার বাসিন্দা। এপ্রিল মাস থেকে কোটার বিজ্ঞান নগর থানা এলাকার একটি সেন্টারে আইআইটি-জেইই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। সার্কেল অফিসার মুকেশ মিনা জানিয়েছেন, “কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে।” এখানে দ্বন্দ্ব রয়েছে পড়ুয়া আত্মহত্যা করেছে, না কি পিছনে অন্য কোনও কারণ আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে দেহ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান, ওই নাবালক আত্মহত্যা করছে। 

Advertisement

২০২৩ সালে ২৩ জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিল। তারপর থেকে কঠিন পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন। কোচিং সেন্টারগুলির সঙ্গে বৈঠকের পর, ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা বন্ধ করার জন্য বিশেষ যন্ত্র বসানো হয়। পাাশাপাশি, পড়ুয়াদের বেশি চাপ না দেওয়ার জন্য সর্তক করা হয়। কিন্তু আত্মহত্যা থামেনি। গতবারের থেকে চলতি বছরে ছাত্র মৃত্যুর সংখ্যাটা কম হলেও, একজন ছাত্রও কেন পড়তে এসে আত্মহত্যার পথ বেছে নেবে সেই প্রশ্ন উঠছে। যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement