Advertisement
Advertisement

স্বচ্ছতার নিরিখে রেলকে ‘স্বচ্ছতা হি সেবা’ পুরস্কার দিচ্ছে কেন্দ্র

রেল অনেক উন্নতি করছে, দাবি কেন্দ্রের৷

Ministry of Railways wins 'Swachchta Hi Seva' award
Published by: Kumaresh Halder
  • Posted:October 4, 2018 7:40 pm
  • Updated:October 4, 2018 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছতার নিরিখে এবার ভারতীয় রেলকেই ‘স্বচ্ছতা হি সেবা’ পুরস্কার দিচ্ছে কেন্দ্র৷ আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রণালয় থেকে এই পুরস্কারের ঘোষণা করা হয়৷ রেলের প্রতিটি স্টেশনে পর্যন্ত পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থায় ঠিকঠাক থাকার দরুন এই স্বীকৃতি বলে জানানো হয়েছে৷ ‘স্বচ্ছ ভারত মিশন’-এর মাধ্যমে দপ্তরগুলির মধ্যে প্রতিযোগিতামূলক ‘স্বচ্ছতা হি সেবা’ চালু হয় গতবছর৷

[৭ জন রোহিঙ্গাকে মায়ানমারে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের]

এদিন পুরস্কার ঘোষণার পর মন্ত্রকের জনসংযোগ আধিকারিক বলেন, ‘‘এই পুরস্কারটি রেল তার কঠোর পরিশ্রমের মাধ্যমে পেয়েছে৷ আমরা দেখেছি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক উন্নতি করছে৷ আর সেই কারণেই রেলকে এই পুরস্কার দেওয়া হচ্ছে৷’’

Advertisement

[বড় ঘোষণা জেটলির, পেট্রল-ডিজেলে লিটারপ্রতি আড়াই টাকা কমাচ্ছে কেন্দ্র]

মোদি সরকার ক্ষমতায় আসার পরই দেশকে ‘স্বচ্ছ’ করতে কয়েক কোটি টাকা খরচে গুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়৷ ‘স্বচ্ছ ভারত’ মিশনের নামে এক শতাংশ ‘সেস’ বসানোও হয়৷ দেশজুড়ে ঝাড়ু হাতে মোদি-সহ বিজেপির নেতা-মন্ত্রীদেরও পথে নামতে দেখা যায়৷ সংবাদমাধ্যমে বিজ্ঞপনেও ঝড় তোলে কেন্দ্র৷ তার ফলস্বরুপ কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে রেল স্টেশনগুলি সাফাই অভিযানে নামতে নির্দেশও জারি হয়৷

[দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করলেন ICICI ব্যাংকের সিইও চন্দা কোচার]

কেন্দ্রীয় দপ্তরগুলির মধ্যে ‘স্বচ্ছতা’র প্রতিযোগিতার লক্ষ্যে গতবছরই ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্প চালু করা হয়৷ প্রায় এক বছর ধরে প্রতিযোগিতা চলার পর এদিন ফলাফল ঘোষণা করা হয়৷ তবে, পুরস্কার ঘোষণা হলেও রেলের ‘স্বচ্ছতা’ নিয়ে যাত্রী অভিযোগ কম নয়৷ যাত্রীদের কাছ থেকে ‘স্বচ্ছ ভারত’ মিশনের নামে এক শতাংশ ‘সেস’ বসানো হলেও বাস্তবে তার প্রভাব খুব একটা দেখা যায় না বলেই অভিযোগ৷

[ভারতীয় অর্থনীতিতে জোড়া ধাক্কা, রেকর্ড পতন শেয়ার বাজারে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement