Advertisement
Advertisement

মঞ্চে বসে পর্নোগ্রাফি দেখছেন শিক্ষামন্ত্রী, ভাইরাল ছবি!

সেই দৃশ্য ধরা পড়েছে টিভি চ্যানেলের ক্যামেরায়৷

Minister caught watching porn

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 3:49 pm
  • Updated:November 11, 2016 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইলে পর্ন ছবি দেখতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন কর্নাটকের প্রাথমিক ও সংখ্যালঘু শিক্ষামন্ত্রী তনবীর সইত৷ বৃহস্পতিবার রায়চরে টিপু জয়ন্তী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী৷ অনুষ্ঠান চলাকালীনই মঞ্চে বসে দেখছিলেন পর্ন ছবি৷ একটি টিভি চ্যানেলের ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে৷ গোটা ঘটনায় বেজায় অস্বস্তিতে কংগ্রেস৷

যদিও এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত শিক্ষামন্ত্রী৷ তাঁর দাবি, তিনি টিপু জয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য কয়েকটি দরকারি তথ্য সংগ্রহ করছিলেন৷ সে সময় হোয়াটসঅ্যাপে কেউ তাঁকে অশ্লীল ছবিগুলি ফরোয়ার্ড করে৷ তিনি এর বিন্দু-বিসর্গ জানতেন না৷ যদিও টিভি চ্যানেলের ফুটেজে দেখা যাচ্ছে, মন্ত্রী বেশ মনোযোগ-সহ একের পর এক অশ্লীল ছবি স্ক্রল করে চলেছেন৷ এদিন মন্ত্রী বলেন, “আমি ইচ্ছা করে কোনও অশ্লীল ছবি দেখিনি৷ হোয়াটসঅ্যাপে আচমকাই মেসেজটি এসেছিল, ভুল করে খুলে ফেলেছি৷”

Advertisement

অভিযুক্ত মন্ত্রীর পাশে বসেছিলেন রায়্চরের কংগ্রেস সাংসদ বি ভি নায়েক৷ তিনিও দাবি করেছেন, তনবীর সইত তাঁকে টিপু জয়ন্তী সংক্রান্ত কিছু তথ্য দেখাচ্ছিলেন৷ নায়েকের বক্তব্য, “মন্ত্রীর মোবাইলে কয়েকশো মেসেজ এসেছিল৷ তিনি সবকটি না খুলেই মেসেজগুলি স্রেফ স্ক্রল করে দেখছিলেন৷” কংগ্রেস সাংসদ আরও দাবি করেছেন, তাঁরা জানতেন যে মঞ্চে টিভি ক্যামেরা বসানো রয়েছে৷ সেদিকে বাড়তি গুরুত্ব না দিয়ে তাঁরা দুজনে কিছু তথ্যের জন্য ইন্টারনেট ঘাঁটছিলেন৷ “আমি প্রায় ৯০ মিনিট মন্ত্রীর সঙ্গে ছিলাম৷ তিনি কোনও অশ্লীল ছবি দেখেননি এ কথার আমি গ্যারান্টি দিচ্ছি৷”, দাবি কংগ্রেস সাংসদের৷

যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই যুক্তি মানতে নারাজ৷ বিজেপি নেতা কে এস এশওয়ারাপ্পা দাবি করেছেন, একজন শিক্ষামন্ত্রী যখন এরকম কাজ করেন, তিনি ওই পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন৷ অবশ্য কর্নাটকে এরকম ঘটনা এই প্রথম নয়৷ ২০১২-তে বিজেপির মন্ত্রী লক্ষ্মণ সাভাদি ও সি সি পাতিল বিধানসভায় বসে পর্নোগ্রাফি দেখছিলেন বলে অভিযোগ৷ ওই ফুটেজ প্রকাশ্যে আসতেই দেশজোড়া বিতর্কের জেরে দুজনেই পদত্যাগ করেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement