Advertisement
Advertisement

Breaking News

Minister Ashwini Vaishnaw

‘দায়িত্ব শেষ হয়নি, নিখোঁজদের বাড়ি ফেরাতে হবে’, বলতে বলতেই কান্নায় গলা ভারী রেলমন্ত্রীর

আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও বহু দেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

Minister Ashwini Vaishnaw gets emotional over Coromandel Express accident । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 5, 2023 12:42 pm
  • Updated:June 5, 2023 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যুমিছিল। একের পর এক প্রাণহানি মুহূর্তে বালেশ্বরের বাহানাগাকে যেন মৃ্ত্যুপুরীর রূপ দিয়েছে। তবে ৫১ ঘণ্টার ‘যুদ্ধ’ শেষে ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে বাহানাগা। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত রেললাইন দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে রেলমন্ত্রী হিসাবে এখনও সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায়নি। যতক্ষণ না ট্রেন দুর্ঘটনার পর নিখোঁজদের পরিজনদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে, ততক্ষণ কাজ চলবে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় সেকথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গত শুক্রবার সন্ধেয় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে। খবর কানে যায় রেলমন্ত্রীর। তাঁর নির্দেশমতো যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তারপর শনিবার ভোররাতেই ঘটনাস্থলে পৌঁছন অশ্বিনী বৈষ্ণব। সেদিন থেকেই দুর্ঘটনাস্থলেই রয়েছেন তিনি। সরেজমিনে খতিয়ে দেখেন উদ্ধারকাজ। মৃত ও আহতদের উদ্ধার করার পর শুরু হয় রেললাইন মেরামতির কাজ। সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালান রেলমন্ত্রী। এরপর রবিবার রাতে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফেরে বাহানাগা। আপ ও ডাউন লাইন মিলিয়ে দুর্ঘটনাস্থল থেকে মোট তিনটি ট্রেনের চাকা গড়ায়।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত গুফি পেন্টাল, চিরঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’]

ট্রেন চলাচল শুরু হওয়ার সময় হাতজোড় করে ঈশ্বরকে প্রণাম করেন অশ্বিনী বৈষ্ণব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগে ভাসলেন তিনি। কান্নাভেজা গলায় বলেন, “আমাদের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব রেল দুর্ঘটনায় যাঁরা নিখোঁজ হয়ে গিয়েছেন তাঁদের পরিজনদের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি।” বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৭৫ জন। স্বজনহারাদের কান্নায় এখনও ভারী বালেশ্বরের বাহানাগা। মৃতদেহের স্তূপের মাঝে এখনও চলছে প্রিয়জনের খোঁজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement