Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীর

নির্বাচনের দিনেও অশান্তি কাশ্মীরে, পুলওয়ামায় ভোটকেন্দ্রের সামনে গ্রেনেড হামলা

লোকসভা ভোটে কাশ্মীরে এটাই প্রথম বিস্ফোরণ।

Militants lobbed a grenade at a polling booth in Pulwama's Rohmu.
Published by: Subhajit Mandal
  • Posted:May 6, 2019 11:09 am
  • Updated:May 6, 2019 11:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্তি এড়াতে যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল। বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। কিন্তু এসব সত্ত্বেও এড়ানো গেল না অশান্তি। পঞ্চম দফার ভোটে বিস্ফোরণ ঘটল পুলওয়ামার একটি বুথে। এবারের লোকসভা ভোটে কাশ্মীরে এটাই প্রথম বিস্ফোরণ। অভিযোগ, ভোটের দিন সকালেই পুলওয়ামার রোহমুরে একটি ভোটকেন্দ্রের সামনে বিস্ফোরণটি ঘটে। যদিও, ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন না থাকায় প্রাণহানি হয়নি। তবে, এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

[আরও পড়ুন: পঞ্চম দফায় নজরে হেভিওয়েটরা, ভাগ্যপরীক্ষা রাহুল-সোনিয়া-রাজনাথ-স্মৃতির]

অনন্তনাগ কেন্দ্র নিয়ে আগে থেকেই চিন্তায় ছিল প্রশাসন। কাশ্মীর তথা ভারতের সবচেয়ে গণতন্ত্র বিমুখ কাশ্মীরের এই অনন্তনাগ কেন্দ্রটি। শুরু থেকেই ভোটবিমুখ ভোটাররা। সেই সঙ্গে রয়েছে সন্ত্রাসবাদীদের ভোট বয়কটের হুমকি। এসবের কথা মাথায় রেখে নজিরবিহীনভাবে একটি মাত্র কেন্দ্রের ভোট করানো হচ্ছে একাধিক দফায়। এদিন, অনন্তনাগের সবচেয়ে উত্তেজনাপ্রবণ দুটি এলাকা পুলওয়ামা এবং সোপিয়ানে ভোট হচ্ছে। এমনিতে সারাবছরই এলাকাদুটি উত্তেজিত থাকে। ভোটের আগেও স্থানীয়দের হুমকি দিয়ে রেখেছে সন্ত্রাসবাদীরা। তাই এই এলাকায় ভোটের হার একেবারেই নগণ্য। এখনও পর্যন্ত পুলওয়ামায় এক শতাংশেরও কম ভোট পড়েছে। সোপিয়ানে ভোট পড়েছে দেড় শতাংশের আশেপাশে। বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসায় ভোটারদের মধ্যে ভোটদানের উৎসাহ আরও কমবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোট LIVE: নৈহাটিতে বিক্ষোভের মুখে অর্জুন সিং, উঠল ‘গো-ব্যাক’ স্লোগান]

অনন্তনাগ কেন্দ্রে এবার প্রেস্টিজ ব্যাটেল পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতির। তিনি নিজেই এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। বিপক্ষে রয়েছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি গুলাম আহমেদ মীর।মূল লড়াই কংগ্রেস এবং পিডিপির মধ্যেই। বিজেপি প্রার্থী থাকলেও তারা লড়াইয়ে নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তিন পর্যায়ে ভোট হচ্ছে এই কেন্দ্রে। এদিকে অনন্তনাগের পাশাপাশি ভোট হচ্ছে লাদাখেও। সেখানেও ভোটদানের হার খুব একটা সন্তোষজনক নয়। তবে, অনন্তনাগের তুলনায় তা অনেকটাই বেশি। এখনও পর্যন্ত লাদাখে সাড়ে ৪ শতাংশ ভোট পড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement