Advertisement
Advertisement

অপহরণ করে নিরীহ নাগরিককে হত্যা, জঙ্গি কার্যকলাপে উত্তপ্ত উপত্যকা

পুলওয়ামায় আজই দেহ উদ্ধার হয় ওই নাগরিকের৷

Militants killed civilian in Pulwama
Published by: Sayani Sen
  • Posted:November 16, 2018 2:06 pm
  • Updated:November 16, 2018 2:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি কার্যকলাপে ফের উত্তপ্ত উপত্যকা৷ প্রথমে সাধারণ এক নাগরিককে অপহরণ করে জঙ্গিরা৷ শুক্রবার অপহৃতের দেহ উদ্ধার করা হয়৷ এই ঘটনায় নতুন করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার সোপিয়ানে৷  কোনও জঙ্গি সংগঠন এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি৷

[কংগ্রেসের অন্দরে তীব্র অসন্তোষ, রাহুলের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মীদের]

শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় স্থানীয় এক নাগরিকের দেহ উদ্ধার করা হয়৷ তাঁর দেহে মিলেছে একাধিক গুলির চিহ্ন৷ পুলিশের অনুমান, গুলি করেই খুন করা হয়েছে নিরীহ ওই নাগরিককে৷ নিহতের নাম নাদিম মনজুর৷ জানা গিয়েছে, তিনি দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সাফারাঙ্গির বাসিন্দা৷ প্রশ্ন উঠছে, কীভাবে সাফারাঙ্গির বাসিন্দা নাদিমের দেহ পুলওয়ামায় এসে পৌঁছল?

Advertisement

[জেহাদি নিশানায় আরএসএস শাখা, উত্তর ভারতে সক্রিয় জঙ্গি মুসা]

সেনা সূত্রে খবর, গত ১৫ নভেম্বর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জঙ্গিরা৷ আতঙ্কিত হয়ে পড়েন তাঁর পরিজনেরা৷ ওইদিন থেকে শুরু হয় খোঁজাখুঁজি৷ তাতেও পাওয়া যায়নি নাদিমকে৷ শুক্রবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুলওয়ামায় নাদিমের দেহ উদ্ধার করা হয়৷ আগেই মৃতের পরিবারের লোকজনেরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন৷ এদিন সকালে দেহ উদ্ধারের পর তাঁরাই নাদিমের দেহটি শনাক্ত করেন৷ কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে জম্মু-কাশ্মীর পুলিশ৷ এই ঘটনার নেপথ্যে জঙ্গিযোগ স্পষ্ট বলেই অনুমান আধিকারিকদের৷ দেহ উদ্ধারের পর বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনই ঘটনার দায় স্বীকার করেনি৷

[সবরীমালা ইস্যুতে উত্তাল কেরল, বিমানবন্দরে মহিলা সমাজকর্মীকে ঘিরে বিক্ষোভ]

জঙ্গি হামলায় উপত্যকায় সাধারণ নাগরিকের প্রাণহানির ঘটনা যদিও নতুন নয়৷ তবে সেক্ষেত্রে অধিকাংশের মৃত্যু হয়েছে গোলাগুলির লড়াইয়ের মাঝে৷ কখনও কখনও আবার পাথর নিক্ষেপকারীদের হামলাতেও প্রাণহানি হয়েছে নিরীহ নাগরিকের৷ পুলিশ আধিকারিকদেরও বারবার টার্গেট করেছে জঙ্গিরা৷ বেশ কয়েকমাস আগে একের পর এক পুলিশ এবং সেনা আধিকারিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা রাতের ঘুম কেড়েছিল আধিকারিকদের৷ তবে নাদিমের মতো একজন সাধারণ নাগরিককে কেন টার্গেট করল জঙ্গিরা, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ প্রশাসনের উপর নিছকই চাপ বাড়াতে নাকি নাদিমকে অন্য কোনও কারণে অপহরণ করে খুন করা হল, এই প্রশ্নই এখন ভাবাচ্ছে প্রশাসনকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement