সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে ফের সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী৷ পুলওয়ামায় এক জঙ্গিকে নিকেশ করা হল৷ সেনা সূত্রে খবর, মঙ্গলবার গুলির লড়াইয়ে খতম করা হয়েছে ওই জেহাদিকে৷ তার কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷ তবে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সে যুক্ত, তা এখনও জানা যায়নি৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মগোপন করে রয়েছে বেশ কয়েকজন জেহাদি৷ গোপন সূত্রে খবর পায় ভারতীয় সেনা৷ জঙ্গিদের খোঁজে ওই এলাকায় হানা দেয় সেনা৷ কিছু বুঝে ওঠার আগেই সেনার উপর হামলা চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় সেনা৷ শুরু হয় গুলির লড়াই৷ দু’পক্ষের গুলির লড়াই চলে দীর্ঘক্ষণ৷ উত্তপ্ত কাশ্মীরে বড়সড় সাফল্য পায় সেনা৷ গুলিতে নিকেশ হয় এক জেহাদি৷ তার নাম এবং পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য পায়নি সেনা৷ তবে খতম হওয়া ওই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ঘটনায় নতুন করে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত পুলওয়ামা৷ বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা৷
পুলওয়ামার পাশাপাশি এদিন পুঞ্চে ভারতীয় সেনার উপর হামলা চালায় জঙ্গিরা৷ পুলিশ চৌকি লক্ষ্য করে চলে গুলিবর্ষণ৷ জঙ্গিদের ছোঁড়া গুলির জবাব গুলিতেই দেয় সেনা৷ পালটা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় তারা৷ এই দুই ঘটনায় সেনার হতাহতের কোনও খবর নেই৷
J&K Police on Pulwama encounter: One terrorist killed, his identity & affiliation is being ascertained. Incriminating materials including arms and ammunition were recovered. Notably no collateral damage took place during the incident. Investigation is being initiated
— ANI (@ANI) January 8, 2019
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার সেনাবাহিনীর কাছে খবর আসে ত্রালের হাজানেতে ২ জঙ্গি ঢুকে পড়েছে৷ গোপন সূত্রে এই খবর পেয়ে জঙ্গি বিরোধী অভিযানে নামে যৌথবাহিনী। তাদের উপস্থিতি টের পাওয়া মাত্রই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা প্রতিরোধ করে যৌথবাহিনীও। ৩ জঙ্গিকে খতম করতে গিয়ে শহিদ হন ৪২ নং রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান। গুলির লড়াইয়ের মাঝে পড়ে আহত হন বেশ কয়েকজন গ্রামবাসীও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.