Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ১ জেহাদি

ফের সাফল্য সেনার৷

Militant killed in Kashmir
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 28, 2018 2:38 pm
  • Updated:December 28, 2018 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানে ফের সাফল্য৷ পুলওয়ামা জেলায় এক জঙ্গিকে নিকেশ করলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ কাশ্মীরের পুলওয়ামা জেলার বান্দিপুর-রিনজিপুরায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা৷ গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার সকালে গোটা এলাকা ঘিরে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী৷ পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছেন, তা টের পেয়ে যায় জঙ্গিরা৷ গুলি চালাতে শুরু করে তারা, পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও৷ বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের গুলির লড়াই চলে৷ গুলিবিদ্ধ হয়ে এখনও পর্যন্ত একজন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

[দু’সপ্তাহ ধরে আটকে ১৫ শ্রমিক, মেঘালয়ের খনি থেকে আসছে দুর্গন্ধ]

Advertisement

জানা গিয়েছে, মৃত জঙ্গির নাম ইউসুফ ওয়ানি৷ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলারই বাসিন্দা সে৷ দিন কয়েক আগে পুলওয়ামাতেই অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী৷ এনকাউন্টার চলাকালীন সেনার গুলিতে নিকেশ হয় তিন জঙ্গি৷ শহিদ হন এক জওয়ানও৷ এদিকে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মাঝে পড়ে মারা যান সাতজন সাধারণ নাগরিকও৷ বস্তুত, রাজ্যপাল শাসন জারি হওয়ার পর থেকেই কাশ্মীরে জঙ্গিদমনে তৎপরতা বেড়েছে৷ ধারাবাহিক অভিযানে সাফল্যও মিলছে নিয়মিত৷ এদিকে আবার উপত্যকার হিংসার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা৷ এখন অবশ্য কাশ্মীরের শাসনক্ষমতা আর রাজ্যপালের হাতে নেই৷ গত ১৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement