Advertisement
Advertisement

Breaking News

Milind Deora

ন্যায় যাত্রা শুরুর দিনই অস্বস্তিতে কংগ্রেস, দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

এদিনই তাঁর শিব সেনার শিণ্ডে শিবিরে যোগ দেওয়ার কথা।

Milind Deora quits Congress, will join Eknath Shinde-led Sena। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 14, 2024 12:53 pm
  • Updated:January 14, 2024 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই শুরু হয়েছে রাহুলের ন্যায় যাত্রা। তার আগেই বড় ধাক্কা কংগ্রেসে। হাত শিবির ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা (Milind Deora)। এদিনই তাঁর শিব সেনার শিণ্ডে শিবিরে যোগ দেওয়ার কথা। এর পরই রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্যর টুইট, ‘আগে দলের নেতাদের সঙ্গে ন্যায় করুন।’

মিলিন্দের পরিবারের সঙ্গে কংগ্রেসের (Congress) সম্পর্ক ৫৫ বছরের। সেকথা স্মরণ করিয়ে এদিনে এক্স হ্যান্ডলে নেতা লেখেন, ‘কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সঙ্গে ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক এখানেই শেষ। আমি সমস্ত নেতা, সতীর্থ ও কার্যকর্তাদের কাছে কৃতজ্ঞ যাঁরা আমার প্রতি এত বছর ধরে সমর্থন জানিয়েছেন।’

Advertisement

[আরও পড়ুন: ৮ বছর ধরে নিখোঁজ বায়ুসেনার বিমান, অবশেষে মিলল সন্ধান!]

প্রসঙ্গত, বর্ষীয়ান কংগ্রেস নেতা মুরলী দেওরা মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্রে বার বারই জিততেন। পরে ছেলে মিলিন্দও সেই ধারা বজায় রাখেন। কিন্তু শেষ দুবার শিব সেনা প্রার্থীর কাছে হারতে হয়েছে তাঁকে। তাই এবার আদৌ তিনি টিকিট পান কিনা সেদিকে নজর ছিল ওয়াকিবহাল মহলের। এবং বেগতিক বুঝে মিলিন্দ দল ছাড়তে পারেন, সেই গুঞ্জনও শোনা যাচ্ছিল। অবশেষে জল্পনাই সত্যি হল।

এদিকে দলের দীর্ঘদিনের সঙ্গীর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদকের মতে, মুরলী দেওরার সঙ্গেও অন্য দলের নেতানেত্রীদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু তিনি কখনওই দলের সঙ্গ ছাড়েননি। এদিকে বিজেপির কটাক্ষ, রাহুল ন্যায় যাত্রার আগে দলের সদস্যদের সঙ্গে ন্যায় করুন।

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement