Advertisement
Advertisement

বান্দ্রার পর সুরাট, ঘরে ফেরার দাবি তুলে লকডাউন ভেঙে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর কয়েক ঘণ্টা পরই বিক্ষোভ দেখান শ্রমিকরা।

Migrant Workers stage protest in Surat despite lockdown
Published by: Bishakha Pal
  • Posted:April 15, 2020 10:24 am
  • Updated:April 15, 2020 10:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের ফলে ক্ষোভ বাড়ছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। করোনা সংক্রমণ রুখতে মঙ্গলবারই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। তার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের বান্দ্রায় কয়েকশো শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সুরাটে। সেখানেও পরিযায়ী শ্রমিকরা একত্রিত হয়ে ঘরে ফেরার দাবি জানায়।

মঙ্গলবার সন্ধ্যায় কয়েকশো পরিযায়ী শ্রমিক সুরাটের ভারাছা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের বক্তব্য ছিল, লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে পারেননি তাঁরা। আশা করেছিলেন ১৪ এপ্রিল উঠে যাবে লকডাউন। তারপর বাড়ি ফিরতে পারবেন। কিন্তু লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় সেই সুযোগ নেই। তাই তাঁদের দাবি, লকডাউনের মধ্যেই তাঁদের নিজের নিজের জায়গায় যেতে দেওয়া হোক। পুলিশ জানিয়েছেন, “এই পরিযায়ী শ্রমিকরা তাঁদের জন্মস্থানগুলিতে যেতে চান। আমরা তাঁদের অধৈর্য না হওয়ার কথা বলেছি। কারণ বর্তমানে দেশে লকডাউন চলছে।” ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “শ্রমিকদের মধ্যে অনেকে খাবারের বিষয়ে অভিযোগ করছিলেন। আমরা তৎক্ষণাৎ একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করি। শ্রমিকদের জন্য খাবারের প্যাকেট নিয়ে আসা হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”

Advertisement

[ আরও পড়ুন: করোনা LIVE UPDATE: ২৪ ঘণ্টায় দেশে ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১,৪৩৯ ]

এদিকে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করতেই ঘরে ফেরার তাগিদে হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা জড়ো হয়েছিল বান্দ্রা স্টেশনের কাছে। তাঁদের একটাই দাবি, বাড়ি ফেরার ব্যবস্থা করুক সরকার নাহলে তাঁদের পেট ভরানোর ব্যবস্থা করা হোক। লকডাউন ভেঙে তাঁদের এই জমায়েত নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় অনেকে জখম হন। তারপরই সুরাটের এই ঘটনা কেন্দ্রীয় সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছে। যদিও কেন্দ্রের তরফে এখনও কেউ এনিয়ে মুখ খোলেননি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement