সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হয়েছেন তিন পরিযায়ী শ্রমিক। কিন্ত তাঁদের সংস্পর্শে আসা বাকিদের শারীরিক পরীক্ষা করা হয়নি। এমনকী, গোটা এলাকা স্যানিটাইজ করা হয়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা। রবিবার সকাল থেকেই তাঁদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিহারের মুজফফরপুর এলাকা। যদিও প্রশাসনের দাবি, ইতিমধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
লকডাউনের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। হাতে টাকা নেই, পেটে ভাত নেই। পরিবারের চিন্তা নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকেই। কেন্দ্র তাঁদের থাকার-খাবার ব্যবস্থার নির্দেশ দিলেও বহু জায়গায় তা পালন হয়নি। অগত্যা পায়ে হেঁটে বাড়ি ফেরার পথ ধরেছেন অনেকেই। শেষমেশ কেন্দ্র বিশেষ ট্রেন চালাতে রাজি হয়েছে। সেই ট্রেনে তাঁদের ফেরানো হচ্ছে। তবে দেশের সর্বত্র্ চিত্রটা এক নয়। ফলে লকডাউন আর করোনার দাপটে পরিযায়ী শ্রমিকদের জীবন কার্যত ছারখার হয়ে গিয়েছে। তাই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে শামিল হচ্ছেন তাঁরা। সেই বিক্ষোভ সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।
১৬০ জন পরিযায়ী শ্রমিক বিহারের মুজফফরপুরের কোয়ারেন্টাইন সেন্টারে আটকে রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত। তারপরেও হুঁশ ফেরেনি সরকারের। তিন সংক্রামিতকে হাসপাতাল নিয়ে গেলও বাকিদের শারীরিক পরীক্ষা কার হয়নি বলে অভিযোগ ওই শ্রমিকদের। এমনকী, কোয়ারেন্টাইন সেন্টার স্যানিটাইজ করা হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা। যদিও সেঅ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় প্রশাসন। বিডিও জানান, “আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকিদের সমস্ত দাবি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
Bihar: 160 migrant workers staying at quarantine facility in Muzaffarpur today protested demanding #COVID19 testing&senitisation in facility,after 3 ppl test positive. Block Division Officer says,”Ppl with positive patients isolated.Senior officers informed about their demands”. pic.twitter.com/ExWios5Fk7
— ANI (@ANI) May 10, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.