Advertisement
Advertisement

Breaking News

Kashmir

কাশ্মীরে ফের জেহাদিদের নিশানায় পরিযায়ী শ্রমিক, এবার খুন উত্তরপ্রদেশের যুবক

এলাকা ঘিরে তল্লাশি অভিযানে পুলিশ।

Migrant Worker From UP Shot Dead In Kashmir | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 30, 2023 2:25 pm
  • Updated:October 30, 2023 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে (Jammu and Kashmir) ফের জঙ্গি হামলা। এবার জেহাদিদের গুলিতে প্রাণ গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা পরিযায়ী শ্রমিক যুবকের। উপত্যকার পুলিওয়ামায় এই হত্যাকাণ্ড চালাল জঙ্গিরা। আশঙ্কাজনক পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে, জানিয়েছে পুলিশ। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে কাশ্মীর পুলিশ এবং সেনা।

কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “পুলওয়ামার তুমচি নওপারা এলাকায় উত্তরপ্রদেশের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিককে গুলি করেছে জঙ্গিরা। হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।” উল্লেখ্য, ২৪ ঘণ্টায় পুলওয়ামায় এই নিয়ে দ্বিতীয় হামলা চালাল জঙ্গিরা। এর আগে রবিবার পুলিশকর্মী মসরুর আহমেদ ওয়ানির উপর হামলা চালানো হয়। ইদগাহর মাঠে ক্রিকেট খেলছিলেন তিনি। সেই সময় তাঁকে গুলিতে ঝাঁজরা করে দেয় জঙ্গিরা।

Advertisement

[আরও পড়ুন: কেতার জন্মদিন! মাঝরাস্তায় গাড়ির ছাদে উঠে বাজি পুড়িয়ে, টাকা উড়িয়ে গ্রেপ্তার ৩]

 

পর পর দুই হামলার পর পুলওয়ামা-সহ গোটা কাশ্মীরে পুলিশ ও সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। ভূস্বর্গের রাস্তার প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। শ্রীনগরের সমস্ত প্রধান সড়কের মোড়ে এবং শহর থেকে বাইরে বেরনোর পথগুলিতে বিশেষভাবে সক্রিয় পুলিশ। জঙ্গি দমনে মরিয়া সেনাও।

 

[আরও পড়ুন: কেরলে ধারাবাহিক বিস্ফোরণে মৃত বেড়ে ৩, মুখ্যমন্ত্রী বিজয়নের ডাকে সর্বদলীয় বৈঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement