ছবি: প্রতীকী
শাহজাদ হোসেন, ফরাক্কা: পেটের টানে ভিনরাজ্যে গিয়ে ফের বাংলার যুবকের মৃ্ত্যু। মৃত্যুর কারণ ঘিরে দানা বেঁধেছে রহস্য। রবিবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় কেরলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একমাত্র রোজগেরে তরতাজা ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
মৃত শ্রমিকের নাম ফারুক মীর (২২)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার লস্করপুর এলাকায়। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে সামসেরগঞ্জ থানার লস্করপুর এলাকা থেকে রাজমিস্ত্রীর কাজে কেরলে (Kerala) গিয়েছিলেন মীর। নিত্যদিনের মতো শনিবারও কাজ করেছেন ওই শ্রমিক। পরিবারের সঙ্গেও বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে।
পরিবারের অভিযোগ, শনিবার রাত থেকে মীরের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাগান থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মীরকে খুন করে বাগানের গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনার জন্য দায়ী, তা নিয়ে মুখ খোলেনি পরিবার। পুরো ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে রাজমিস্ত্রীর কাজে গিয়ে যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেরল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসার তৎপরতাও শুরু হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেই বাড়ি ফেরানো হবে মীরের দেহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.