Advertisement
Advertisement

Breaking News

পরিযায়ী শ্রমিক

সাইকেল চেপে বাড়ি ফিরতে গিয়ে মাঝ পথে মৃত পরিযায়ী শ্রমিক

মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে ফিরছিলেন তিনি।

Migrant labour died in MP, returning home by cycle
Published by: Sucheta Chakrabarty
  • Posted:May 2, 2020 6:54 pm
  • Updated:May 17, 2020 6:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে গ্রামের বাড়িতে ফিরতে গিয়ে মৃত এক পরিযায়ী শ্রমিক (Migrant Worker)। মধ্যপ্রদেশের বারওয়ানিতে মারা যান তিনি। সাইকেল চালিয়ে ফেরার সময় শ্রমিকের মৃত্যু হয় বলে জানা যায়।

চড়া রোদ, শুনশান রাস্তা। বাড়ি ফিরকতে চেয়ে একা সাইকেল চালাচ্ছেন তাবরেক আনসারি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মধ্যপ্রদেশের বারওয়ানিতে। জানা যায়, কাজ করতে গিয়ে মহারাষ্ট্রে লকডাউনে আটকে পড়েন তিনি। বাড়ি ফিরতে চেয়ে দুদিন আগেই মুম্বইয়ের ভিওয়ান্ডি থেকে সাইকেলে গ্রামের বাড়ি মহারাজগঞ্জে পৌঁছানোর জন্য রওনা দিয়েছিলেন তিনি। কিন্ত ভাগ্যের পরিহাস। ৩৫০কিমি পাড়ি দিয়ে অসুস্থ হয়ে পড়েন তাবরেক। গ্রামে ফেরার জন্য তাঁর সঙ্গে আরও ১০ জন শ্রমিক রওনা দিয়েছিলেন। তাবরেকের সঙ্গী রমেশ গৌর জানান, “ভিওয়ান্ডির যে পাওয়ার লুম সংস্থায় আমরা কাজ করতাম, লকডাউনের প্রভাবে সকলের চাকরি চলে যায়। ফলে গ্রামে ফেরা ছাড়া আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। তাই সাইকেলেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নি। আমাদের যেটুকু অর্থ ছিল তা শেষ হয়ে যায় কিছুদিন আগেই। খাবারও তেমন কিছু না থাকায় বাড়ি ফিরব বলেই স্থির করি। কিন্তু ৩৫০ কিমি গিয়েই শরীর খারাপ হয়ে যায় তাবরেকের। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।”

Advertisement

[আরও পড়ুন:দেশের কোনও রাজ্যপাল এমন শব্দ ব্যবহার করেন না, ধনকড়কে জবাবি চিঠি মুখ্যমন্ত্রীর]

পুলিশ সূত্রে খবর, অত্যাধিক পরিশ্রম, খালি পেট, ডি-হাইড্রেশন আর সানস্ট্রোক মৃত্যুর প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। মৃতদেহে ময়না তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বারবনি মহারাষ্ট্র সীমান্ত লাগোয়া। গত একমাসে এভাবে বাড়ি ফেরার পথে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে তরজায় মেতেছে শাসক ও বিরোধী শিবির। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে লকডাউন চলা পর্যন্ত শ্রমিকদের ভার সংশ্লিষ্ট রাজ্যকে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাও বারবার শিরোণামে উঠে এসেছে পরিযায়ী শ্রমিকদের অসহায় চিত্র। পাশাপাশি শ্রমিকদের সুরাহা দিতে একাধিক গাইডলাইন লাগু করেছে মন্ত্রক। কিন্তু পুরো বিষয়টাই যে এখনও আটকে খাতায় কলমে, তাবরেকের মৃত্যু ফের তা প্রমাণ করল। অপরদিকে, দেশের বিভিন্ন প্রান্তে আটক পরিযায়ী নাগরিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চালাতে শুরু করেছে রেল মন্ত্রক। ইতিমধ্যে তেলেঙ্গানা থেকে ট্রেনে করে প্রায় ১২০০ পরিয়ায়ী নাগরিককে ঝাড়খণ্ডে ফেরানো হয়েছে।

[আরও পড়ুন:ঋতাভরীর ডাকে ফেসবুকে দুস্থদের অনুদান, অনুরাগীকে সারপ্রাইজ দিলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement