Advertisement
Advertisement
Rajasthan

রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান, প্রাণরক্ষা পাইলটের

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বড়সড় কোনও যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা।

Mig29 fighter aircraft of IAF crashed at Rajasthan Badmer area
Published by: Amit Kumar Das
  • Posted:September 3, 2024 9:02 am
  • Updated:September 3, 2024 9:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের বাড়মেড়ে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ বিমান। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। তবে শেষ মুহূর্তে বিমান ছেড়ে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিমানটিতে বড়সড় কোনও যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বাড়মেড় সেক্টরে রাত্রিকালীন প্রশিক্ষণ চলার সময় মিগ-২৯ বিমানটিতে গুরুতর সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতে পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন বিমান ছেড়ে বেরিয়ে আসার। সেই মতো বিমান থেকে ইজেক্ট করেন তিনি। বর্তমানে সুস্থ রয়েছেন পাইলট। অন্য কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই দুর্ঘটনায়। বিমানে ঠিক কী ধরনের যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছিল তা জানতে ‘কোর্ট অফ ইনকোয়ারি’র নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ছিটকে গেল মিডল স্টাম্প! সন্দীপ গ্রেপ্তার হতেই পোস্ট সুখেন্দুর, ‘এর পর কী?’, প্রশ্ন সাংসদের]

এদিকে ওই দুর্ঘটনার এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দাউ দাউ জ্বলছে গোটা বিমান। ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে। পাইলটের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমেছেন পাইলট। মাটিতে শুয়ে রয়েছেন তিনি। বেশ কয়েকজন জওয়ান তাঁর প্রাথমিক শুশ্রূষা করছেন।

[আরও পড়ুন: বৈষ্ণোদেবীর পথে বড়সড় ধস, দুমড়ে-মুচড়ে গেল লোহার কাঠামো, মৃত ২ পুণ্যার্থী]

উল্লেখ্য, বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান এই মিগ-২৯। দীর্ঘ বছর ধরে ভারতীয় বায়ুসেনাকে সমৃদ্ধ করেছে, অতীতে অনেক গৌরবময় ইতিহাসেরও সাক্ষী এই বিমান। অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, গত ৪ জুন নাসিকের এক গ্রামে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। সেই দুর্ঘটনাতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পাইলট ও কোপাইলট দুজনেই নিরাপদে বিমান ছেড়ে বেরিয়ে যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement