Advertisement
Advertisement

Breaking News

Budget

করছাড়-ভাতাবৃদ্ধির ভাবনা, মোদি ৩.০ সরকারের বাজেটের নজরে মধ্যবিত্ত

জুলাইয়ে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Middle class people in focus of Modi 3.0 governments budget
Published by: Biswadip Dey
  • Posted:June 22, 2024 1:26 pm
  • Updated:June 22, 2024 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী জুলাইয়ে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের মোদি ৩.০ সরকার (Modi 3.0)। লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। আগামী বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর হার কমানোর কথা বিবেচনা করছে বলে সূত্রের খবর। এবার ভোগ‌-ব‌্যয় বাড়াতে নিম্ন আয়ের ব‌্যক্তিদের জন‌্য আয়কর কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্র। বিষয়টির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে কয়েকটি সর্বভারতীয় সংবাদমা‌ধ‌্যম। কেন্দ্রের লক্ষ‌্য ৫০ হাজার কোটি টাকার বেশি ভোগ‌-বাজারে ছেড়ে রাখা। মানুষের হাতে টাকা থাকলে তা অর্থনীতিকে সচল রাখতে সহায়ক হবে।

সূত্রের খবর, অর্থমন্ত্রকের কর্তারা ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন‌্য কর কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ের শ্রেণি, যারা ৫-২০ শতাংশ আয়কর দিয়ে থাকেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে তাঁরা উপকৃত হবেন। আয়করের একটি নতুন স্ল‌্যাবও বিবেচনা করতে পারে সরকার। জানা গিয়েছে, পুরোটাই এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদন এলে জুলাইয়ের গোড়ায়, বাজেট পেশের কিছু আগে এই ব‌্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আয়কর হ্রাসের ফলে স্বাভাবিকভাবে সরকারের রাজস্ব আয় কমবে। তা সত্ত্বেও, সরকার চলতি অর্থবছরে জিডিপির ৫.১ শতাংশ রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ধরে রাখার পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: তিন মাসেই শান্তি ফিরবে মণিপুরে! মোদির সরকারের পরিকল্পনা জানালেন বিরেন

৫০ হাজার কোটি টাকা মূল্যের ভোগ‌-বাজার ব্যবস্থার প্রায় অর্ধেক আসবে আয়কর হ্রাস থেকে। বাকিটা আসবে অন‌্যান‌্য পদ্ধতি থেকে। ছোট কৃষকদের বার্ষিক নগদ অর্থ প্রদান বর্তমান ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এছাড়াও, ন্যূনতম চাকরির নিশ্চয়তা কর্মসূচির অধীনে বার্ষিক অর্থপ্রদান বৃদ্ধি এবং মহিলা কৃষকদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি সপ্তাহে অর্থনীতিবিদ, ট্রেড ইউনিয়ন এবং বণিকসভা-সহ অংশীদারদের সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ করেছেন। সম্ভবত, ২২ জুলাই মোদি সরকারের বাজেট পেশ হতে চলেছে। প্রসঙ্গত, ভোট পরবর্তী এক সমীক্ষায় দেখা গিয়েছে, ভোটদাতাদের মধ্যে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কমতে থাকা আয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে ৮.২ শতাংশ হারে বেড়েছে, সেখানে ভোগব্যয় তার অর্ধেকের কম গতিতে বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত করছাড় বাড়ানো হলে আমজনতার হাতে খরচ করার মতো অতিরিক্ত অর্থ থাকবে এবং তার ফলে অর্থনীতিতে ভোগব্যয় বাড়বে বলেই এক আধিকারিক জানিয়েছেন। যদিও এ বিষয়ে অর্থ মন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

[আরও পড়ুন: NEET বিতর্কের মাঝে বাতিল কেন্দ্রীয় স্তরের আরেক পরীক্ষা, ‘অনিবার্য কারণ’ দেখাল NTA]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement