Advertisement
Advertisement

Breaking News

Vistara Flight

বিমান কর্মীকে ঘুসি, গায়ে থুতু! মাঝআকাশে মদ্যপ অবস্থায় ‘তাণ্ডব’ অর্ধনগ্ন মহিলার

তাঁর কাণ্ড দেখে হতভম্ব হয়ে যান বিমানের অন্য যাত্রীরা।

Mid-air Drama on Vistara Flight by 'Drunk' Woman | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 31, 2023 10:46 am
  • Updated:January 31, 2023 10:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝআকাশে চূড়ান্ত নাটক। মদ্যপ অবস্থায় অর্ধনগ্ন হয়ে বিমানকর্মী থেকে সহযাত্রী- প্রত্যেককে বিরক্ত ও উত্যক্ত করে তুললেন এক মহিলা! বিমানকর্মীকে ঘুসি মারা ও থুতু ছিটানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

ভিস্তারা (Vistara Airlines) বিমান সংস্থার বিমানে ঘটে এই ঘটনা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সোমবার আবু ধাবি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। সেই UK256 বিমানেরই যাত্রী ছিলেন বছর পঁয়তাল্লিশের পাওলা পেরুসিও। অভিযোগ, ইকোনমিক ক্লাসের টিকিট কেটে বিসনেস ক্লাসের আসনে গিয়ে বসেন তিনি। তাতেই আপত্তি জানান বিমান কর্মীরা। তাঁকে নিজের সিটে গিয়ে বসতে বলা হয়। আর এতেই মেজাজ হারান পাওলা। মদ্যপ অবস্থায় চিৎকার চেঁচামিচি শুরু করে দেন। তা সত্ত্বেও তাঁকে থামানোর চেষ্টা করেন ক্রুয়ের সদস্যরা। কিন্তু তাঁদের কথা শোনেননি পাওলা। উলটে রাগের মাথায় নাকি বিমানকর্মীকে ঘুসিও মারেন তিনি। অন্য একজনের গায়ে থুতুও ছেটান।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদিকে ধন্যবাদ দিন’, শান্তিপূর্ণ কাশ্মীরে বরফ খেলা নিয়ে রাহুলকে খোঁচা অনুরাগের]

এখানেই শেষ নয়, এরপর একের পর এক পোশাক খুলতে শুরু করেন পাওলা। সেই অবস্থাতেই বারবার আসন ছেড়ে ওঠেন আর বসেন। তাঁর ‘কীর্তি’ দেখে হতভম্ব হয়ে যান বিমানের অন্য যাত্রীরা। প্রসঙ্গত, সম্প্রতি বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনায় বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। অভিযুক্ত শংকর মিশ্রকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সঠিক সময়ে কোনও পদক্ষেপ না করায় মোটা অঙ্কের জরিমানা হয় বিমান সংস্থা ইন্ডিগোর। এবার ভিস্তারায় যাত্রীর কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ে বিমানের অবতরণের পরই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে সহর থানার পুলিশ।

ভোর ৪টে ৫৩ মিনিট নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভিস্তারার বিমানটি। তারপরই পাওলাকে তুলে দেওয়া হয় বন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাওলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা ইটালির নাগরিক।

[আরও পড়ুন: ‘ওরা ভারতীয় নয়’, কেন্দ্রের ইতিহাস বিষয়ক প্রদর্শনীতে ঠাঁই হল না মুসলিম রাজবংশগুলির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement