সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ (Corona Vaccination)। তারপরও ফের মাথাচাড়া দিয়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের (Corona Pandemic) দ্বিতীয় ঢেউ ঠেকাতে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী এপ্রিল মাসের জন্য জারি থাকবে এই নির্দেশিকা। এতে সমস্ত রাজ্যগুলোকে টেস্ট-ট্র্যাক-ট্রিট (Test-Track-Treat) প্রোটোকল অনুসরণ করতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আন্তঃরাজ্য পরিবহণ কিংবা পণ্য পরিবহণেও জারি করা হচ্ছে না কোনও নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, কনটেইনমেন্ট জোনের বাইরে সমস্ত কিছু চালু করারও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জারি করায় নির্দেশিকায় বলা হয়েছে, অবিলম্বে গোটা দেশে সমস্ত জায়গায় শুরু করতে হবে টেস্ট-ট্র্যাক-ট্রিট প্রোটোকল। এই প্রোটোকল অনুযায়ী, প্রত্যেক রাজ্যকে আরও বেশি করে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে। অন্তত নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেকদিন ৭০ শতাংশ বা তার বেশি টেস্ট করাতে হবে রাজ্যগুলিকে। তাতে যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে, তাঁদের দ্রুত আইসোলেশনে পাঠাতে হবে। এরপর ওই আক্রান্ত ব্যক্তি কাদের সংস্পর্শে এসেছে, দ্রুত তাঁদের ট্র্যাক করতে হবে এবং আইসোলেশনে পাঠাতে হবে। তারপর ওই ব্যক্তিদের এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
তবে এখনই আন্তঃরাজ্য যাতায়াতে কোনও প্রকার নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। এছাড়া কোভিড সংক্রান্ত যাবতীয় বিধি যাতে সাধারণ মানুষ মানেন, সেজন্য রাজ্যগুলিকে আরও কড়া হতে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। তবে কোন এলাকা কনটেইনমেন্ট জোনের মধ্যে থাকবে, তা পুরোপুরি ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য বা স্থানীয় প্রশাসন। এর পাশাপাশি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনের বাইরে সমস্ত কিছুই চালু করতে হবে।
MHA issues order with guidelines for effective control of #COVIDー19 which will be effective from April 1, 2021, and remain in force up to April 30, 2021.
The guidelines mandate the State/UT Govts to strictly enforce the Test- Track-Treat protocol in all parts of the country. pic.twitter.com/QEevzYmCfh
— ANI (@ANI) March 23, 2021
States & UTs, where the proportion of RT-PCR tests is less, should rapidly increase it, to reach the prescribed level of 70% or more. The new positive cases, detected as a result of intensive testing, need to be isolated/ quarantined at earliest & provided timely treatment: MHA
— ANI (@ANI) March 23, 2021
Home Secretary Ajay Bhalla to all Chief Secretaries: States/UTs to take all necessary measures to promote COVID19 appropriate behaviour in workplaces & in public, especially in crowded places. It is of utmost importance to follow the test-track-treat protocol pic.twitter.com/3Ru774dIGz
— ANI (@ANI) March 23, 2021
এদিকে, আগামী এপ্রিল মাসেও বন্ধ থাকবে আন্তর্জাতিক সমস্ত উড়ান। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে এই নিয়ম। এখনও পর্যন্ত নির্দিষ্ট যে ক’টি রুটে কোভিডবিধি মেনে আন্তর্জাতিক উড়ান চলছে, সেগুলি অবশ্য চালু থাকবে। এদিন এমনটাই জানিয়েছে ডিজিসিএ। এদিকে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বুধবার থেকে মেডিক্যাল কলেজ বাদে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা সরকার। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তা বন্ধই রাখতে হবে।
Suspension of international flights further extended till 30th April 2021. However, international scheduled flights may be allowed on selected routes by the competent authority on case to case basis: Office of Director General of Civil Aviation
— ANI (@ANI) March 23, 2021
All government and private schools, colleges except medical colleges in the State to be closed from tomorrow, till further orders, in view rising COVID19 cases: Telangana Government
— ANI (@ANI) March 23, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.